টিএমএসএস মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল-এ জনবল নিয়ােগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রতিবারের মত এইবার ও টিএমএসএস মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ০৩ টি পদে ২৬ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে/অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
টিএমএসএস মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জব ডিটেইলস:
পদের নাম: অধ্যাপক/সহযােগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
বিভাগ: প্যাথলজি, মাইক্রোবায়ােলজি, ফার্মাকোলজি, বায়ােকেমিস্ট্রি, নিউরােমেডিসিন, ক্রিটিক্যাল মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, এন্ডােক্রাইনােলজি, রিউমাটোলজি, নেফ্রোলজি, ইউরােলজি, গ্যাস্ট্রোএন্টারােলজি, হেপাটোলজি, নিউরােসার্জারি, সার্জারি, প্লাস্টিক সার্জারি, চক্ষু, অবস এ্যান্ড গাইনী এবং এ্যানেসথেসিওলজি বিভাগ।
পদ সংখ্যা: ২০ জন (প্রতি বিভাগে ১ জন করে)।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএম এ্যান্ড ডিসি) এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী।
বেতন স্কেল: আলােচনা সাপেক্ষে।
বয়স: দেয়া নাই।
পদের নাম: আরএস
বিভাগ: সার্জারি এবং চক্ষু বিভাগ।
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএম এ্যান্ড ডিসি) এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী।
বেতন স্কেল: আলােচনা সাপেক্ষে।
বয়স: দেয়া নাই।
পদের নাম: মেডিকেল অফিসার/সিনিয়র মেডিকেল অফিসার
বিভাগ: এ্যানেসথেসিওলজি বিভাগ।
পদ সংখ্যা: ৪ জন
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএম এ্যান্ড ডিসি) এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী।
বেতন স্কেল: আলােচনা সাপেক্ষে।
বয়স: দেয়া নাই।
***অত্র চিকিৎসা মহাবিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, অবস এন্ড গাইনী, পেডিয়েট্রিক্স, এ্যানেসথেসিওলজি এবং রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের প্রশিক্ষণ BCPS কর্তৃক অনুমােদিত।
অভিজ্ঞতাঃ সকল পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের নিয়ম:
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ই-মেইল অ্যাড্রেস, মােবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএম এ্যান্ড ডিসি)-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পত্র আগামী ৩১/০১/২০২২ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি/ডাক/কুরিয়ার যােগে পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন), টিএমএসএস, ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ বরাবরে পৌছাতে হবে,
অথবা
আবেদন পত্রসহ পূর্ণ জীবনবৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ই-মেইল [email protected]@gmail.com-এ প্রেরণ করতে হবে।
২। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMs/ই-মেইলমােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে।
৩। আগ্রহী প্রার্থীগণ খামের উপর/ই-মেইলের মাধ্যমে প্রেরিত আবেদনে Subject-এ পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
৪। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও বিএম এ্যান্ড ডিসি-এর মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৫। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের শেষ সময়: ৩১-১-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/
Sexual dysfunction has not been less of a problem with the latter drugs when used for vasomotor symptoms, compared to their use for depression priligy ebay Apparently, while most fertility aids
Billie UrUglpEQPQMq 5 20 2022 priligy and viagra combination The appearance of man boobs or moobs can be extremely distressing and affect confidence and social interaction