Wave Foundation NGO job circular 2022
বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ণুতা ডোমেইন -এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাহদহ ও মাগুরা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, গলাচিপা জেলাসমূহে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের সংশ্লিষ্ট জেলা সমুহে স্থায়ীভাবে বসবাসকারী আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে এরিয়া ম্যানেজা পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:
এরিয়া ম্যানেজার
Vacancy
10
Job Responsibilities
- রিজিওনের আওতাভুক্ত ৫-৭টি শাখা অফিসের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন, কাজের অগ্রগতি মনিটরিং এবং নিয়মতান্ত্রিকভাবে কাজের ধারা অব্যাহত রাখতে প্রয়োাজনীয সহযোগিতা করা এবং শাখা, এরিয়া, ও প্রধান কার্যালয়ের সাথে কার্যকর সমন্বয় করা।
- বার্ষিক কর্ম পরিকল্পনা প্রস্তুতে ইউনিটের পরিকল্পনা মূল্যায়ন করে পরিকল্পনা চুড়ান্ত করা।
- বাৎসরিক পরিকল্পনানুযায়ী ইউনিট পর্যায়ে কাজের বাস্তবায়ন নিশ্চিত করা।
- বার্ষিক হিসাব সমাপনী ও নতুন বছর শুরুর কাজে ইউনিটকে প্রয়োজনীয় সহযোগীতা করা।
- কর্মসূচী সম্প্রসারণের জন্য জরিপের মাধ্যমে নতুন এলাকা নির্বাচনপূর্বক সুপারিশ প্রদান করা।
- ত্রৈমাসিক ভিত্তিতে অঞ্চলের সকল ইউনিটে কমপক্ষে একবার পরিদর্শনের ভিত্তিতে কর্মী সভা করা ও কর্মসূচীর পরিকল্পনা অনুযায়ী অর্জন ফলোআপ করা।
- এরিয়া কেন্দ্রীক ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা।
- ত্রৈমাসিক ভিত্তিতে ইউনিটের ব্যাংকিং লেনদেন যাচাই ও সরেজমিনে ব্যাংক স্থিতি যাচাই করা।
- কর্মসূচীর পরিচালনাগত নীতি পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে তা সুপারিশ করা।
- মাসে কমপক্ষে দুই তৃতীয়াংশ সময মাঠ পর্যায়ে অবস্থান করে কর্মসূচীর অফিস ও মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে সমস্যা ও দূর্বলতা চিহ্নিতকরণ ও সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- ঝুঁকি বিশ্লেষনের মাধ্যমে ইউনিটে তাৎক্ষনিক পরিদর্শন ও ঝুঁকি মোকাবেলা করা।
- এরিয়া ভিত্তিক কর্মী ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।
- এরিয়া সকল কর্মী/কর্মকর্তার দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োাজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
- ইউনিট পর্যায়ে অর্থ ব্যবহারের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখা।
- প্রধান কার্যালয়ে ও পিকেএসএফ প্রদত্ত সকল চিঠিপত্র সম্পর্কে এরিয়া ও ইউনিট পর্যায়ে কাজের তদারকী ও প্রয়োজনীয় ফলোআপ দেওয়া।
- প্রধান কার্যালয় কেন্দ্রীক MIS ও AIS-এর কাজের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন এবং এরিয়া ও ইউনিট পর্যায়ে এ সংক্রান্ত প্রয়োজনীয় ফলোআপ দেওয়া।
- এরিয়া কেন্দ্রিক ইউনিট সমূহের অডিট -এ প্রাপ্ত অসঙ্গতি সমূহের Compliance নিশ্চিত করা।
- মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরুপন ও অন্যান্য প্রতিযোগীদের কার্যক্রম সম্পর্কে ধারনা নিয়ে কর্মসূচীর পলিসি উন্নয়নে সুপারিশ প্রদান করা।
- বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সভা, সেমিনারে সংস্থার প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ, যোগাযোগ ও সমন্বয় করা।
- কর্মসূচীর নীতিমালা অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন করা।
- অধীনস্থদের বার্ষিক কর্ম মূল্যায়নে সুপারিশকারী হিসাবে দায়িত্ব পালন করা।
- সংগঠন ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী সকল ক্ষেত্রে কর্ম-সংস্কৃতি গড়ে তোলা।
- সংস্থার ব্যবস্থাপনা কতৃপক্ষ প্রদত্ত যে কোন দ্বাযয়িত্ব প্রদান করলে তা বাস্তবায়ন করা।
Employment Status
Full-time
Workplace
- Work at office
Educational Requirements
- স্নাতকোত্তর। (তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়)
Experience Requirements
- At least 7 year(s)
Additional Requirements
- Age at most 42 years
- মটরসাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- ক্ষুদ্রঋণ কর্মসুচিতে ৫টি শাখা সমন্বয়ের ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Job Location
খুলনা, ঢাকা, বরিশাল, রাজশাহী
Salary
- Tk. 35000 – 40000 (Monthly)
Compensation & Other Benefits
- Mobile bill, Provident fund, Gratuity
- Festival Bonus: 3
Read Before Apply
*Photograph must be enclosed with the resume.
Apply Procedure
Job Source
Bdjobs.com Online Job Posting.
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/