Christian Service Society (CSS) NGO Branch Manager Job Circular

Spread the love

প্রতিষ্ঠানের নাম: Christian Service Society (CSS)

পদের নাম:  ব্রাঞ্চ ম্যানেজার (নিয়োগের বিস্তারিত এখানে ) 

পদ সংখ্যা: 20

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর

বেতন:

  • Tk. 26650 – 31970 (Monthly)
  • অস্থায়ী (২৬,৬৫০-২৯,৪৫০), স্থায়ী হলে (২৯,১৩০-৩১,৯৭০) টাকা। শাখা ব্যবস্থাপক হিসেবে ৩ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেতন কাঠামোতে অলোচনা সাপেক্ষে প্রতি বছরের জন্য একটি করে ইনক্রিমেন্ট সংযুক্ত করা যেতে পারে ।

Compensation & Other Benefits

  • বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা এবং দুর্গা পূজা উপলক্ষ্য প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ, গ্রাচুয়িটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, মোটর সাইকেল জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের একক আবাসিক সুবিধা। তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

আবেদন করার শেষ তারিখ; 24 Feb 2022

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীদের পরীক্ষার দিন নগদ ৩০০/= টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) প্রদান করে নির্বাচনী (লিখিত/ মৌখিক/উভয়) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ২০,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে।

CSS Branch Manager Job

Address : ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা।

Web : www.cssbd.org

CSS is a humanitarian and socio-economic development organization working in Bangladesh since 1972, immediately after the liberation war that cost 3 million lives and huge loss of country’s infrastructure. Deeply moved by seeing the miseries of the war affected nation, Reverend Paul Munshi founded CSS to revive new hope and aspiration among the dispirited people of this country. Even in early days, when Bangladesh was basically an aid dependent country, our Founder Chairman focused on the importance of skill development training in order to create employment and livelihood opportunities.

CSS is a Non-Governmental Organization (NGO), registered with NGO Affairs Bureau, working in multi sectors such as disaster response, primary and secondary health care, formal & non-formal education, technical and vocational education, micro enterprise development, women empowerment & gender equality, water & sanitation, child care homes & orphanages, child labor & trafficking, HIV/AIDs etc. The overall purpose of the organization is to lift the marginalized population out of the cycle of poverty and envisions a society free from discrimination and injustice where men and women equally contribute to the overall development process.

CSS Branch Manager Job

 

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *