পপি এনজিও স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Spread the love

প্রতিষ্ঠানের নাম: পিপলস্‌ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)

পদের নাম: স্বাস্থ্য কর্মকর্তা ( নিয়োগের বিস্তারিত এখানে ) 

পদ সংখ্যা:  নির্দিষ্ট নয়

জব কনটেক্সট
    পিকেএসএফ (PKSF) এর অর্থায়নে পরিচালিত পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সংস্থার (ENRICH / সমৃদ্ধি) কর্মসূচীর আওতায় শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ
  • স্বাস্থ্য পরিদর্শকদের কার্যক্রম পরিদর্শন
  • সময়, যন্ত্রপাতি ব্যবহার ও তথ্যের নির্ভুলতা যাচাই
  • গর্ভবতি ও প্রসুতি মায়েদের চেকআপ
  • শিশু, মহিলা ও বয়স্ক ব্যক্তিদের পরিদর্শন
  • স্ট্যাটিক ক্লিনিক আয়োজন ও পরিচালনা ও স্যাটেলাইট ক্লিনিক আয়োজন
  • স্বাস্থ্য ক্যাম্প আয়োজন ও বিশেষ চক্ষুক্যাম্প আয়োজন ও ছানি অপারেশনে সহায়তা প্রদান
  • রোগী রেফার ও ফলোআপ, স্বাস্থ্য কার্ড বিক্রি
  • হাতধোয়া কর্মসূচি বাস্তবায়ন, পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন ও ব্লাড গ্রুপিং
  • রেজিস্টার প্রস্তুত ও সংরক্ষণ
  • তথ্য বিশ্লেষেণ ও অভ্যন্তরিণ মনিটরিং প্রতিবেদন প্রস্তুত
  • পিকেএসএফ-এ প্রতিবেদন প্রেরণ।
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: প্যারামেডিক ডিপ্লোমা/ মিডওয়াফেরী ডিগ্রী পাস।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • বয়স সর্বোচ্চ ৪০ বছর
  • পল্লীর সাধারণ মানুষের সাথে মিশে ও নির্ধারিত কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সময়ে সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ও এতদ্বসংক্রান্ত দায়িত্বাবলী পালনের মানসিকতা থাকতে হবে।
  • কর্মএলাকায় অবস্থান করে এবং নির্ধারিত অফিস সময় মেনে সংশ্লিষ্ট কার্যাবলী সম্পন্ন করতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন
  • সর্বসাকুল্যে মাসিক ১৮,০০০/-(সতের হাজার) টাকা, যাতায়াত ভাতা ১,০০০/-, মোবাইল ভাতা ৪০০/-। এছাড়াও প্রকল্প নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা।
উৎস: বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং

আবেদন করার শেষ তারিখ: ৮ মার্চ ২০২২

POPI NGO Health office job

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙ্গিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবী, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত মোবাইলনম্বরসহ আবেদনপত্র উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, বøক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।
ইমেইলেও আবেদন পাঠাতে পারেন: [email protected]

অসম্পূর্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহন করা হবে
“নারী-শিশু নির্যাতন ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম দন্ডনীয় অপরাধ”
web: www.popibd.org

POPI NGO Health office job


Spread the love

2 thoughts on “পপি এনজিও স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • November 11, 2024 at 3:09 pm
    Permalink

    Valuable info. Lucky me I discovered your website by accident, and I am shocked why this accident did not came about in advance! I bookmarked it.

    Reply
  • November 14, 2024 at 2:33 pm
    Permalink

    Hey there! Do you know if they make any plugins to assist with
    Search Engine Optimization? I’m trying to get
    my blog to rank for some targeted keywords but I’m not seeing
    very good results. If you know of any please share.
    Thanks! I saw similar article here: Warm blankets

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *