ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) শিক্ষানবীশ শাখা ব্যবস্থাপক নিয়োগ
ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) জাতীয় পর্যাযের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর-০১২৭৫-০০৫২৩-০০০১৭। এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যান মন্ত্রানালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান। যার সনদ নম্বর যথাক্রমে ১৩৩ এবং ঢ-০২২৮২। মাইক্রোক্রেডিট কর্মসূচিতে সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল জরুরী ভিত্তিতে উল্লেখিত পদের জন্য নিয়োগের লক্ষ্য বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
verc branch manager job
প্রতিষ্ঠানের নাম: ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক)
পদের নাম: শিক্ষানবীশ শাখা ব্যবস্থাপক ( বিস্তারিত এখানে )
পদ সংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা:
- Masters degree in any discipline
- যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ।
- নোট: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Job Responsibilities
- শাখার সার্বিক মনিটরিং, তদারকি এবং শাখায় নিয়োজিত কর্মীর কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ প্রদান এবং শাখা পর্যায় কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
- সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা ও প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করা।
- কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রতিবেদন প্রস্ততকরণ এবং তা যথাযথ কর্তৃপক্ষকে দাখিল করা।
- শাখার সম্পাদিত কাজের প্রতিবেদন সংরক্ষন এবং তার প্রেক্ষিতে পূর্নাঙ্গ মাসিক প্রতিবেদন প্রস্তুত করণ এবং তা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে দাখিল করা।
- সাপ্তাহিক,মাসিক, বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং তা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে দাখিল করা।
- প্রকল্প বাস্তবায়ণে নতুন ধারনা সৃষ্টি এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ।
- নিয়মিত সমিতি পরিদর্শন করা ও রেকর্ড সংরক্ষন
- ঋণ প্রস্তাব পূর্ববর্তী/পরবর্তী শতভাগ যাচাই-বাছাই নির্ভুলভাবে সম্পন্ন করে ঋণ প্রদান নিশ্চিত করা।
- ঋণের কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
বেতন:
- প্রথম ২ (দুই) মাস শিক্ষানবীশকাল হিসাবে গণ্য হবে। ভার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষানবীশকাল হ্রাস/বর্ধিত করতে পারে। শিক্ষানবীশকালীন মাসিক ভাতা সর্বসাকূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা। স্থায়ীকরণের পর সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুয়ায়ী মাসিক বেতন ২৭,১৯৮/-(সাতাশ হাজার একশত আটানব্বই) টাকা প্রদান করা হবে।
Compensation & Other Benefits
- সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক, ইনক্রিমেন্ট, পিএ, গ্রাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিলসহ অন্যান্য সু্বিধাদি প্রদান করা হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদন করার শেষ তারিখ: 5 Jul 2022
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের আগামী ৫ জুলাই, ২০২২ইং তারিখের মধ্যে আবেদনপত্র (Cover Letter with CV), ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কসীট, জাতীয় পরিচয়পত্র ও মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্ন ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর ও খামের উপর পদের নাম লিখতে হবে। উল্লেখ্য যে, পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ,ডিএ দেওয়া হবে না। আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃ নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০।
Company Information
Village Education Resource Center (VERC)
Address : বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০
Web : www.vercbd.org
Business : Village Education Resource Center (VERC) is a non-governmental organization which started its journey in 1977 as a collaborative project of Save the Children, USA and UNICEF. It became a legal entity under Society?s Registration Act, in 1981, with the Department of Social Services in 1989 and with the NGO Affairs Bureau, Bangladesh. VERC is working with the poor and marginalize community for their empowerment through improving their situation by attaining self-reliance. It always tries to address the emerging needs of the working communities and collaborates with various local, national and international NGOs and government departments in realizing their common goal of social development. Since inception, VERC is working on different development aspects spreading all over the country. VERC implement its activities systematically in a planned way by consulting the community people and other development partners.
-
-
- verc branch manager job
-
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/
Very excellent information can be found on website.Blog range
I am not really superb with English but I get hold this rattling easygoing to read .
However, by the end of 1980, severe group A streptococcus GAS infections remerged priligy 30 mg