মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) শাখা ব্যবস্থাপক নিয়োগ

Spread the love

প্রতিষ্ঠানের নাম: মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)

Manabik Shahajya Sangstha job

পদের নাম:  শাখা ব্যবস্থাপক ( নিয়োগের বিস্তারিত এখানে )

পদ সংখ্যা: 25

শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ

বেতন:

  • Tk. 30000 – 36000 (Monthly)
  • শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন ৩০,০০০-৩৬,০০০ টাকা (অধিক যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে)। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভূক্ত নয়।

Compensation & Other Benefits

  • চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস ও ইনসেনটিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/মটর সাইকেলের সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন করার শেষ তারিখ: 22 May 2022

Job Source: bdjobs.com

 আবেদন করার নিয়ম

Hard Copy

আগ্রহী প্রার্থীকে বর্তমান/সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ আবেদন আগামী ২২/০৫/২০২২ইং তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫” বরাবর হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ্য করতে হবে।
Manabik Shahajya Sangstha job
অন্যান্য শর্তাবলীঃ

শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।
সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।
মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (দুইজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১৫,০০০/- টাকা (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জামানত/সিকিউরিটি হিসাবে প্রদান করতে হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

Manabik Shahajya Sangstha (MSS), a national level non-government organization, started its mission to stand by the distressed people with humanitarian aid when the country was hit by a massive flood in 1974. Having an organizational shape in 1977, MSS redirected its focus to poverty alleviation and empowerment of the poor, especially the urban and rural women of Bangladesh. Thereafter, MSS started health and population services in 1982; an integrated savings and credit program for the urban poor in 1984 which has since become sustainable. MSS was again in the front line when focus of development shifted to building democratic societies and promoting good governance.

Alongside working for poverty alleviation of the marginalized people, MSS is also promoting child rights, food security, health and nutrition services, housing and non-formal primary education with a vision to establish a society free from poverty where there is equality among citizens and citizens’ rights are respected.

Women’s Credit Program (WCP), the flagship program of MSS is operating with nearly 230,000 members through 152 branches in 102 upazillas and thanas of 17 districts all over the country.

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/ 


Spread the love

One thought on “মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) শাখা ব্যবস্থাপক নিয়োগ

  • July 13, 2024 at 9:16 am
    Permalink

    I was looking at some of your blog posts on this website
    and I think this website is very informative! Keep putting up.Raise blog range

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *