৫০ জন হিসাবরক্ষক নিচ্ছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)

Spread the love

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস ) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থায় প্রায় ১৫৫টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী

প্রতিষ্ঠানের নাম:মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) ( বিস্তারিত এখানে)

পদের নাম:  হিসাবরক্ষক

পদ সংখ্যা: 50 জন

শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর

অন্যান্য সুবিধা: চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস ও ইনসেনটিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/মটর সাইকেলের সুদবিহীন ঋণ, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। চূড়ান্ত নির্বাচিত নারী প্রার্থীদের পার্শ্ববর্তী উপজেলায় এবং পুরুষ প্রার্থীদের পাশ্ববর্তী জেলায় পোস্টিং দেয়া হবে (সুযোগ থাকা সাপেক্ষে)

বেতন: শিক্ষানবিশকালে প্রথম ০৩ মাস সর্বসাকুল্যে মাসিক বেতন ১৬,০০০-১৭,০০০ টাকা, পরবর্তী ০৩ মাস সর্বসাকুল্যে মাসিক বেতন ১৭,০০০-১৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২০,৫০০-২১,৫০০ টাকা।

আবেদন করার শেষ তারিখ: 22 May 2022

job source: bdjobs.com

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ

 আবেদন করার নিয়ম

Hard Copy

আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ আবেদন আগামী ২২/০৫/২০২২ইং তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫” বরাবর হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ্য করতে হবে। এছাড়াও bdjobs.com এর মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে।
অন্যান্য শর্তাবলীঃ
শিক্ষানবিশকাল ৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে
সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে
কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
যোগদানের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষে মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় কর্তৃক দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে
চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা নির্দিষ্ট সময়ান্তে সংস্থা ত্যাগকালে সংস্থায় প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/ 


Spread the love

4 thoughts on “৫০ জন হিসাবরক্ষক নিচ্ছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)

  • November 9, 2024 at 9:26 am
    Permalink

    On the other hand, no such pain was observed in the 80 patients who received this intrapleural HPT for malignant effusion due to NSCLC priligy generico Ramanand Jhingade 08 29, 19 December 2008 UTC

    Reply
  • November 11, 2024 at 4:09 pm
    Permalink

    What¦s Taking place i’m new to this, I stumbled upon this I’ve found It positively useful and it has aided me out loads. I am hoping to give a contribution & help different users like its helped me. Good job.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *