জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২
প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
আবেদন করার শেষ তারিখ: ২৫-০১-২০২২
আবেদন করার নিয়ম নিচের ছবিতে দেয়া আছে-
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তদানীন্তন পাকিস্তান সরকার ২৬ এপ্রিল, ১৯৬৫ সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মিশন: বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীবস্তুর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করা এবং নবীন ও অপেশাদার বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ ও সহযোগিতা প্রদান।
ভিশন: একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৮টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলো হলোঃ-
(১) ভৌত বিজ্ঞান গ্যালারি
(২) শিল্প প্রযুক্তি গ্যালারি
(৩) জীব বিজ্ঞান গ্যালারি
(৪) তথ্য প্রযুক্তি গ্যালারি
(৫) মজার বিজ্ঞান গ্যালারি
(৬) শিশু বিজ্ঞান গ্যালারি
(৭) মহাকাশ বিজ্ঞান গ্যালারি
(৮) ইনোভেশন গ্যালারি / তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রকল্পের গ্যালারি
তাছাড়া রয়েছে সায়েন্স পার্ক , আকাশ পর্যবেক্ষণ মানমন্দির এবং বিজ্ঞান গ্রন্থাগার ।
জাদুঘর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা, বিজ্ঞান ভিত্তিক ভিডিও প্রদর্শনীর আয়োজন করে থাকে। বিজ্ঞান জাদুঘর তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে সহায়তা করে থাকে ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ
- জনসাধারণের মধ্যে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি করা;
- বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করা;
- জাদুঘরে স্থায়ী বিজ্ঞান প্রদর্শনী স্থাপন করা;
- বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী এবং বিজ্ঞান বিষয়ক নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করা;
- ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা ;
- বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রকাশনার ব্যবস্থা করা;
- বক্তৃতামালা, সেমিনার ও সম্মেলনের ব্যবস্থা করা ;
- জাদুঘরের উন্নয়নে প্রদর্শনীবস্ত্তসমূহের সাহায্যে গবেষণামূলক কর্মকান্ডের ব্যবস্থা করা;
- প্লানেটরিয়াম স্থাপনসহ মহাকাশ বিজ্ঞান চর্চার ব্যবস্থা করা;
- স্কুল ও কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা করা;
- বিজ্ঞান শিক্ষার যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করা ;
- নবীন ও সৌখিন বিজ্ঞানীদের উদ্ভাবনমূলক কাজে উৎসাহ ও সহযোগিতা প্রদান করা ;
- দেশের বিজ্ঞান ক্লাবগুলোকে সাহায্য, সহযোগিতা ও উৎসাহ দান এবং তাদের পরস্পরের মধ্যে
- সমন্বয় সাধনের মাধ্যমে বিজ্ঞান আন্দোলনকে জোরদার করা ;
- বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ইতিহাস তুলে ধরা ;
- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রাচীন ও আধুনিক নিদর্শনাবলী সংগ্রহ, সংরক্ষণ ও প্রায়োগিক ব্যবস্থা করা ।
- মানব জাতির কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির অবদানের ও বিজ্ঞানীদের কীর্তিসমূহের ভূমিকা সঠিকভাবে উপলব্ধিতে জনসাধারণকে সাহায্য করা।
জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/
Thank you, I’ve recently been looking for information approximately this topic for a long time and yours is the best I have came upon so far. But, what concerning the bottom line? Are you certain concerning the source?
I loved as much as you will receive performed proper here. The comic strip is tasteful, your authored subject matter stylish. nevertheless, you command get bought an impatience over that you wish be turning in the following. sick surely come further formerly once more since precisely the same nearly very continuously inside of case you protect this increase.