রিক এনজিও ১০০ জন ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে

Spread the love

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নাম্বার ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৭). বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

প্রতিষ্ঠানের নাম:রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)

পদের নাম:  ব্রাঞ্চ ম্যানেজার ( বিস্তারিত এখানে ) 

পদ সংখ্যা:  100 জন

শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম স্নাতক পাশ।

বেতন: বেতনঃ মূল বেতন ১৭,৫০০/- সর্বসাকুল্যে অঞ্চল ভেদে বেতন (দূরবর্তী ভাতা ব্যতিত) ৩৭,২৫০/- হতে ৩৯,০০০/- (নিয়মিতকরণের আগে) এবং ৩৯,৮৭৫/- হতে ৪১,৬২৫/- (নিয়মিতকরণের পরে)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদন করার শেষ তারিখ: 20 Jul 2022

ric branch manager job

 আবেদন করার নিয়ম 

১। আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
২। উপরোক্ত পদের প্রার্থীকে মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৩। উপরোক্ত পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবীশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন: ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যয় ভাতা, ঝুকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা (মোবাইল ও ইন্টারনেট), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দূরবর্তী ভাতা, কর্মী কল্যান তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, চাকুরিতে যোগদানের সাথে সাথেই মটরসাইকেল সফট লোন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে।

শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ২০/০৭/২০২২ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ) পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরির অভিক্ষতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, মটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকিপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি (সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋন কর্মসূচিতে অভিক্ষতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org এ পাওয়া যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই, সেক্ষেএে বিকাশ/রকেট/নগদ মোবইল ব্যাকিং বা কোন মাধ্যমে করো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিস্ট চাকুরী প্রার্থীকে পরামর্শ প্রদান করা হলো।

ric branch manager job

RIC Established as a non-government organisation in 1981, RIC was founded by a group of distinguished social workers eager to support national development efforts in Bangladesh. Commencing operation with a relief, rehabilitation and financial assistance programme for rural women, RIC developed a traditional focus on rural sector development, targeting, in particular, women. Since that time, through innovation, dedication and hard work, RIC has been able to progress and diversify; to become a national-level NGO active across the country and in many development areas.

Today, RIC has thousands of employees and is able to mobilise many more volunteers to achieve development goals; from the isolated islands of the Bay of Bengal to poverty-stricken neighbourhoods in the heart of the capital city, RIC has established a solid reputation based on the achievement of tangible development outcomes. Working together with minority ethnic groups, working children and their guardians, the poor, the landless or the elderly, to name a few of the groups our projects have assisted; and through the formation of strategic alliances and partnerships with all levels of government, donor agencies, other NGOs and stakeholders, RIC has been able to realise its goal of facilitating development for Bangladesh and Bangladeshis.

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *