আঞ্চলিক ব্যবস্থাপক – শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। কোম্পানিটি রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশের মানুষ এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করে। এছড়া এইদেশের মানুষ একই সাথে, সামাজিক সমস্যা যেমন কুসংস্কার, অসচেতনতা, বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক, নারী নিপীড়ন, কিশোর অপরাধ, বেকারত্ব এবং গ্রামীণ অপরাধ ইত্যাদি সমাজের মানুষকে ক্ষতিগ্রস্ত করে এবং সকল ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত। পাবলিক ডেভেলপমেন্ট কার্যক্রমকে উৎসাহিত করার জন্য এলাকার সংশ্লিষ্ট এলাকায় অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন।
আঞ্চলিক ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)
Vacancy
05
Job Context
- শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (সনদ নং : ০৫৩১৮-০০৫৬১-০০০৫৩ ) একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ব্যাংক এর আর্থিক সহায়তায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে কর্মকর্তা/ কর্মী নিয়োগ করা হবে
- কর্মস্থল : চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, রাজশাহী
Job Responsibilities
- প্রযোজ্য নয়।
Employment Status
Full-time
Educational Requirements
- স্নাতকোত্তর পাস।
Experience Requirements
- At least 3 year(s)
Additional Requirements
- বয়স সর্বোচ্চ ৫০ বছর
- পিকেএসএফ এর সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে ন্যূনতম ০৫টি শাখা পরিচালনায় ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস, এআইএস রির্পোটিং, কম্পিউটার অফিস প্রোগ্রাম, বাজেট প্রস্তুত, পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ ও অভিজ্ঞ এবং বাংলা ও ইংরেজীতে লেখা ও বলায় পারদর্শী হতে হবে।
Job Location
চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, রাজশাহী
Salary
- শিক্ষানবিশ কালে মাসিক ৩৩,৫০০ /- টাকা। চাকরি স্থায়ীকরণ হলে পিএফ, গ্রাচ্যুয়িটি সুবিধা ও অন্যান্য ভাতাসহ মাসিক সর্বমোট ৩৭,০০০ /- টাকা ।
Apply Procedure
(বিঃ দ্রঃ উল্লেখিত পদের জন্য ৩০০/-টাকা পরীক্ষার ফি বাবদ পরীক্ষায় অংশগ্রহণের সময় নগদে জমা দিতে হবে।
সকল ক্ষেত্রে অধিক অভিজ্ঞ, দক্ষ, স্মার্ট ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)। উল্লেখ্য, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং কোন ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। উপজেলা পর্যায় বা গ্রামীণ জনপদে থেকে কাজ করতে হবে। উপরোক্ত সকল পদে যোগদানের সময় একমাসের মোট বেতনের সমপরিমান টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে সংস্থায় জমা প্রদান করতে হবে।
উল্লেখ্য, অধিক যোগ্য ও দক্ষ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন বাড়ানো যেতে পারে।
বরাবর;
বিভাগীয় প্রধান
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা
৩৭ ফিরোজাবাদ, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
Job Source
Bdjobs.com Online Job Posting.
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/