সোপিরেট এনজিও শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য , প্রবীণ হিতৈষী, কৈশোর এবং দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত (সনদ নং-01874-02086-00279) ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) এবং নতুন কর্মএলাকা সম্প্রসারনের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
sopiret ngo job
প্রতিষ্ঠানের নাম: সোপিরেট
পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর।
বেতন:
- Tk. 25000 – 30000 (Monthly)
- বেতনঃ (সহকারী শাখা ব্যবস্থাপক) শিক্ষানবীশ কাল (৬) মাস ২৩,০০০ টাকা, স্থায়ী করনের পর ২৫,০০০ টাকা। বেতনঃ (শাখা ব্যবস্থাপক) শিক্ষানবীশ কাল (৬) মাস ২৮,০০০ টাকা, স্থায়ী করনের পর ৩০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা:
- T/A, Mobile bill, Performance bonus, Provident fund, Insurance, Gratuity
- মোবাইল বিল প্রদান করা হবে।
- প্রতি কিলোমিটার ৪.০০ টাকা হারে মোটর সাইকেল ফুয়েল বিল প্রদান।
- স্বল্প খরচে কর্ম এলাকায় একক আবাসন সুবিধা ।
- নিজ ও পরিবারের সদস্য (২ জন) গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা।
- উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা, ডিসেম্বর ক্লোজিং-য়ে পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমান বোনাস ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ৩ টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে। দুটি সন্তান প্রর্যন্ত প্রতিমাসে এক হাজার করে দুই হাজার টাকা শিক্ষাভাতা পাবেন।
আবেদন করার শেষ তারিখ: 23 Feb 2023
আবেদন করার নিয়ম
Hard Copy
আমাদের bdjobsclub.com ওয়েবসািইটে চোখ রাখুন ।
সোসাল মিডিয়াতে আমাদের চাকরি বিজ্ঞপ্তি পেতে বাংলাদেশ চাকুরির আসর পেজ টি ফলো করুন ।
bdjobsclub.com এ আরো পাচ্ছেন –
* সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি
* মেডিকেল চাকরি বিজ্ঞপ্তি
* ডিফেন্স ( সেনাািহিনি, বিমান বাহিনি , নৌবাহিনি, পুলিশ , বিজিবি ) চাকরি বিজ্ঞপ্তি
* এনজিও , নারসিং চাকরি বিজ্ঞপ্তি
Assalamu Alaikum, welcome to bdjobsclub.com website. Keep an eye on our website bdjobsclub.com for regular job notifications.
Follow our বাংলাদেশ চাকুরির আসর on social media to get our job notifications.
Get more at Find Jobs –
* Government Private Job Notification
* Medical Job Notification
* Defense (Army, Air Force, Navy, Police, BGB) Job Circular
* NGO, Nursing Job Notification
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/