ইএসডিও এনজিও ২০০ জন ফিল্ড অফিসার নিয়োগ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)`র সনদপ্রাপ্ত বে-সরকারী উন্নয়ণ সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইএসডিও এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক বিভিন্ন কার্যক্রম/ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমানে দেশের ৫১টি জেলার ২৮৩ উপজেলায় ১০ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)`র সহায়তায় ইএসডিও পরিচালিত মাইক্রোফিন্যান্স কর্মসূচীর জন্য ফিল্ড অফিসার পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে। চাকুরীতে যোগদানের তারিখ হতে ০১ বছর শিক্ষানবিশকাল হবে। শিক্ষানবিশ কাল শেষ হওয়ার পর মুল্যায়নের ভিত্তিতে চাকুরীতে স্থায়ীকরন করা হবে।
প্রতিষ্ঠানের নাম: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)
পদের নাম: শিক্ষানবিশ ফিল্ড অফিসার
পদ সংখ্যা: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাশ হতে হবে
দায়িত্ব সমূহ:
- ঋণ বিতরন, কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা
- দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহন পূর্বক দলগঠন সম্পন্ন করা।
- দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা।
- সংশ্লিস্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা।
- নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋনের কিস্তি আদায়ে পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক বিষয় যথাঃ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা
- সাপ্তাহিক সভায় দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা।
- ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা।
- দৈনন্দিন ১০০% আদায় নিশ্চিত করা।
- নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং অফিসের বাহিরে গেলে মুভমেন্ট রেজিষ্টারে স্বাক্ষর করা।
- ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কি না তা নিশ্চিত করা
- রিপোর্টিং নির্দিষ্ট ছক অনুযায়ী রিপোর্ট করবেন।
- কর্তৃপক্ষ নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা
বেতন:
- Tk. 18000 (Monthly)
- শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরনের পর প্রারম্ভিক বেতন হবে ২৫,০০০/-
অন্যান্য সুবিধা:
- সংস্থার প্রচলিত সুবিধাদী (বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা , মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফোরমেন্স বোনাস) প্রাপ্য হবেন।
আবেদন করার শেষ তারিখ: 23 Jan 2023
আবেদন করার নিয়ম
আবেদনকারীগনকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র সহ সাম্প্রতিক জীবনবৃত্তান্ত,”তিন”কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, ড্রাইভিং লাইসেন্সের কপি (যদি থাকে), জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং নাগরিকত্ব সনদের কপিসহ ” সিনিয়র এপিসি-এইচআর, মানব সম্পদ বিভাগ, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)” বরাবরে লিখিত আবেদনপত্র আগামী ২৩/০১/২০২৩ ইং তরিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে। দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যোগাযোগের সুবিধার্থে আবেদনপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ই-মেইল এর মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবেনা।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস`র মাধ্যমে যথাসময়ে জানানো হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।
(যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)
Eco-Social Development Organization (ESDO)
Address : কলেজ পাড়া (গোবিন্দ নগর), ঠাকুরগাঁও-৫১০০, বাংলাদেশ
Web : www.esdo.net.bd
নিয়োগ বিস্তারিত: এখানে
ESDO Field Officer Job
Eco-Social Development Organization (ESDO) has started its journey in 1988 with a noble vision to stand in solidarity with the poor and marginalized people. Being a peoples’ centered organization, we envisioned for a society which will be free from inequality and injustice, a society where no child will cry from hunger and no life will be ruined by poverty. Over the last thirty years of relentless efforts to make this happen, we have embraced new grounds and opened up new horizons to facilitate the disadvantaged and vulnerable people to bring meaningful and lasting changes in their lives. During this long span, we have adapted with the changing situation and provided the most time-bound effective services especially to the poor and disadvantaged people.
ESDO works with poor, marginalized, and disadvantaged communities especially on women, children, ethnic minorities, char & Slum dwellers as its primary target group and looks to assist them uplift their livelihoods through their own efforts. The organization’s secondary target comprise of organized communities who are focused in looking to uplift themselves in a sustainable manner through empowerment process. ESDO believes strongly in the ability of communities to identify and drive their own development agenda.
ESDO Field Officer Job
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/
priligy medicine 61 Moreover, consortium studies found that two or more head injuries are associated with a greater than threefold increased risk of ALS