কৃষি গবেষণা ফাউন্ডেশনে চাকরি
কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ প্রতিষ্ঠানে সিনিয়র স্পেশালিস্ট (মৎস্য ও জলজসম্পদ) ও সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট (মৎস্য ও জলজসম্পদ)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: মৎস্যসম্পদ বিজ্ঞানের যেকোনো শাখায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে কমপক্ষে ১০টি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে পাঁচটিতে অবশ্যই প্রথম অথর হিসেবে নাম থাকতে হবে।
অভিজ্ঞতা: জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে মৎস্যসম্পদ বিজ্ঞানের যেকোনো শাখায় গবেষণার ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা পরিকল্পনা প্রণয়ন, পরিচালনা, গবেষণার অগ্রাধিকার নির্ণয় ও গবেষণা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা প্রকল্প তৈরি, বাস্তবায়ন, সমন্বয়, প্রকল্প নিরীক্ষণ ও মূল্যায়ন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। মৎস্যসম্পদের সার্বিক উন্নয়ন সম্পর্কিত যথা পলিসি, অ্যাগ্রোবিজনেস, বায়োসিকিউরিটি, গবেষণা সম্প্রসারণ বা যোগাযাগ, আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ে সার্বিক ধারণা ও মৎস্যসম্পদ সংশ্লিষ্ট নীতিমালা বা নির্দেশিকা এবং বিভিন্ন আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৬১ বছর
- ২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ/সমতুল্য ডিগ্রি। তবে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব শাখায় বা প্রশাসন শাখায় সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, গ্রাফিকস, ই-মেইল ইত্যাদি বিষয়ে পারদর্শিতা আবশ্যক। আন্তর্জাতিক সংস্থা বা দাতা সংস্থার অর্থায়নের প্রকল্পে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর