বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক সেন্টার নিয়োগ

Spread the love

দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে তথ্যের ভূমিকা অনুধাবন করে ১৯৫৭ সালে ইউনেস্কো-এর কারিগরি সহায়তায় পশ্চিম পাকিস্তানের করাচীতে পাকিস্তান কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (পিসিএসআইআর)-এর অধীনে পাকিস্তান জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (প্যান্সডক) প্রতিষ্ঠিত হয়।
১৯৬৩ সালে পিসিএসআইআর-এর পূর্বাঞ্চলীয় পাকিস্তান গবেষণাগার, ঢাকা-তে প্যান্সডক-এর আঞ্চলিক অফিস স্থাপিত হয়। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিল্পোদ্যোক্তা, পরিকল্পনাবিদ, নীতি-নির্ধারক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের গবেষণা কাজের তথ্য চাহিদা পূরণের জন্য এ প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। স্বাধীনতা পরবর্তীতে আঞ্চলিক এ অফিসটি বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (ব্যান্সডক) নামে বিসিএসআইআর, ঢাকা-এর শাখা অফিস হিসেবে কাজ শুরু করে।

বাংলাদেশ সরকারের তদানীন্তন শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগ জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার নামক প্রকল্পটিকে ১৯৮৬ সালে ব্যান্সডক-এর সাথে একীভূত করে। পুনর্গঠিত ব্যান্সডক-কে ১৯৮৭ সালে একটি স্বতন্ত্র জাতীয় সংস্থা হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করা হয়। অতঃপর ২০১০ সালের ১৮ মার্চ আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

National Scientific Center Job

প্রতিষ্ঠানের নাম: Bangladesh National Scientific Technical Documentation Center

Bangladesh-National-Scientific-Technical-Documentation-Center

Source : দৈনিক ইত্তেফাক(Friday, November 25, 2022)

আবেদন করার শেষ তারিখ: 15-12-2022

National Scientific Center Job

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *