কারিতাস বাংলাদেশ নিয়োগ প্রকাশ 2022

Spread the love

কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড ১৯৬৭ সাল থেকে বাস্তবায়ন করে আসছে। কারিতাস বাংলাদেশ-এর ঢাকায় একটি কেন্দ্রীয় অফিস এবং আটটি আঞ্চলিক কার্যালয় (বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট অঞ্চল) এর মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের সঙ্গে সমানভাবে কাজ করে। কারিতাস বাংলাদেশ ৮৯টি চলমান প্রকল্প ১৮৯ উপজেলায় ৬টি অগ্রাধিকার ১) বিপন্ন জনগোষ্ঠীসমূহের জন্য সমাজ কল্যাণ, দয়া ও ভালোবাসা ২) প্রতিবেশগত সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা ৩) শিক্ষা ও শিশু উন্নয়ন ৪) পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষা ৫) দুর্যোগ ব্যবস্থাপনা ৬) আদিবাসী জাতিসমূহের উন্নয়নকে কেন্দ্র করে প্রকল্প বাস্তবায়ন করে আসছে। কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রæতিবদ্ধ বিশেষভাবে, বিপদাপন্ন জনগোষ্ঠির মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যে কোন ধরণের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্য নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শাস্তির আওতাভূক্ত হবে। কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল সুরক্ষা পলিসি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের অধীনে কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম (সিএমএফপি) এর জন্য নিম্নে উল্লিখিত পদে নিয়োগের লক্ষ্যে শর্তাবলী পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নিম্নে পদের বিবরণ এবং যোগ্যতা, দায়িত্ব ও কর্তব্য, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী দেওয়া হলো।

Caritas Bangladesh Circular

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ
পদের নাম:আঞ্চলিক সহকারি ব্যবস্থাপক (সিএমএফপি)

পদ সংখ্যা: 01
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ স্নাতকোত্তর পাশ হতে হবে।

Job Responsibilities

  • ঋণ কার্যক্রমের মানোন্নয়ন এবং সিএমএফপি সফটওয়্যার সম্পর্কিত সকল কাজ মনিটরিং ও বাস্তবায়ন করা। এমআইএস সংকলন, শাখা পর্যায়ের ভুল- ত্রুটি সনাক্ত ও সংশোধনের পদক্ষেপ গ্রহণ, এমআইএস বিশ্লেষণ, সার্বিক কার্যক্রম মনিটরিং, ষান্মাসিক ও বাৎসরিক ভিত্তিতে প্রতিবেদন প্রণয়ন এবং কর্মী উন্নয়ন ও ব্যবস্থাপনা কাজে সক্ষম হতে হবে।
  • ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সরাসরি কমপক্ষে ১৪টি শাখা অফিস পরিচালনা ও মনিটরিং করতে হবে।
  • সিএমএফপি’র প্রশাসনিক সম্পর্কীত যাবতীয় কার্যাবলী সম্পাদনে আঞ্চলিক ব্যবস্থাপক (সিএমএফপি)-কে সহায়তা করা।
  • মাঠ পর্যায় থেকে বেতনের ফান্ড সংগ্রহ করা এবং মাসিক বেতনশিট প্রস্তুত করা ও তা সংরক্ষণ করা।
  • মাঠ পরিদর্শন ও পরিদর্শনের আলোকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মানোন্নয়ন এর জন্য ফিডব্যাগ ও প্রতিবেদন প্রদান করা।

বেতন:  ৬ মাস শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে ২৯,০০০-৩৫,০০০ টাকা।

আবেদন করার শেষ তারিখ:   10 Dec 2022 

Job Source: Click Here

আবেদন করার নিয়ম

পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ নিম্নস্বাক্ষরকারী বরাবর A4 সাইজের সাদা কাগজে স্বহস্তে/কম্পিউটার লিখিত আবেদন পত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ছাড়পত্রের ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও Caritas Job Bank (https://caritasbd.org/career/job-career/) এবং www.bdjobs.com ১. এর মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনপত্র ১০/১২/২০২২ খ্রিষ্টাব্দ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে বা বিডিজবস্-এর মাধ্যমে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আঞ্চলিক পরিচালক
কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল
পশ্চিম শিবরামপুর, বক্স নং-৮, দিনাজপুর-৫২০০

Caritas Bangladesh Circular

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/

 


Spread the love

One thought on “কারিতাস বাংলাদেশ নিয়োগ প্রকাশ 2022

  • November 10, 2024 at 9:31 am
    Permalink

    Primobolan, on the other hand, has been shown to improve one s immune system, which means that it may provide significant advantages to one s health priligy prescription

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *