কারসা ফাউন্ডেশন নিয়োগ প্রকাশ 2022
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর অর্থায়নে পরিচালিত এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত বেসরকারী উন্নয়ন সংস্থা “কারসা ফাউন্ডেশন” এর কর্ম এলাকা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী, ভোলা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলে ঋণ কর্মসূচীতে নিম্ম বর্নিত শর্ত সাপেক্ষে উল্লে¬খিত সংখ্যক জনবল নিয়োগ করা হবে।
CARSA Foundation Job Circular
প্রতিষ্ঠানের নাম: কারসা ফাউন্ডেশন
পদের নাম ও পদ সংখ্যা:
১.ফিল্ড অর্গানাইজার (20 জন)
২.ফিল্ড অর্গানাইজার (20 জন)
৩.আইটি সহকারী কাম– হিসাব রক্ষক (10 জন )
নিয়োগের বিস্তারিত নিচের ছবিতে-
অন্যান্য সুবিধা: উল্লেখিত সকল পদের জন্য শিক্ষানবীশ কাল (ছয় মাস) সফলভাবে সম্পন্নের পর সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি (প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুয়িটি, বার্ষিক বেতন বৃদ্ধি, ০২টি উৎসব ভাতা, বাৎসরিক অর্জিত (অভোগকৃত) ছুটি নগদায়ন, পদোন্নতি (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি) প্রদান করা হবে। সংস্থার নির্ধারিত হারে মাসিক মোবাইল বিল ও দৈনিক খাদ্যভাতা প্রদান করা হবে। সকল পদে নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ (ফেরতযোগ্য) ১০,০০০/- (দশ হাজার) টাকা সংস্থার অনুকূলে জমা প্রদান করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: 31-11-2022
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/১১/২০২২ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র “প্রধান নির্বাহী কর্মকর্তা, কারসা ফাউন্ডেশন” বরাবরে ডাক/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। প্রেরণের ঠিকানাঃ কারসা ফাউন্ডেশন, এন হোসেন ব্রাদার্স কমপ্লেক্স, ১৫১ পুলিশ লাইন রোড, বরিশাল।
CARSA Foundation Job Circular
Centre for Advanced Research and Social Action (CARSA), a non-profit, non-political and non-government community based organization, was established in 1995 by a group of renowned educationists, economists, social workers and a small group of young volunteers from the rural areas of southern Bangladesh.
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/