সিদীপ এনজিও অডিট অফিসার পদে নিয়োগ
CDIP is a non-governmental non-profit development organization founded in 1995 with registration from Registrar of Joint Stock Company, Dhaka. It is governed by a body of General members through its elected Governing Body.Major activities include microfinance, education support for children, and primary healthcare in rural areas of Bangladesh. CDIP also invests resources for innovative projects of its own and to support innovators. More about CDIP can be seen in www.cdipbd.org
সিদীপ`২৭ বছর যাবৎ আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও রাজবাড়ী জেলায় কাজ করছে। সিদীপ-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে গ্রামীণ পরিবেশে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে বর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লেখ থাকে যে, নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম:Centre for Development Innovation & Practices – CDIP
পদের নাম: জুনিয়র অফিসার (অডিট), গ্রেড-১৪
পদ সংখ্যা: 12 জন
শিক্ষাগত যোগ্যতা
- এমকম/ এমবিএ (একাউন্টিং/ফিন্যান্স/ব্যবস্থাপনা)
- সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ হতে হবে
- মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ন্যুনতম ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অডিটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে বিশেষ বিবেচনা করা হবে।
বেতন:
- Tk. 24500 – 31031 (Monthly)
- ৬ মাস শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ২৪,৫০০/- টাকা স্থায়ীকরণের পর মোট ৩১,০৩১/- টাকা।
আবেদন করার শেষ তারিখ: 22-01-2023
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি, মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত সময়সীমার মধ্যে “বিভাগীয় প্রধান, মানবসম্পদ বিভাগ” বরাবরে বর্ণিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
খামের উপর পদের নাম লিখতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে
নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ’র জন্য ডাকা হবে, এ জন্যে কোনো প্রকার টি.এ/ ডি.এ প্রযোজ্য হবে না।
উল্লেখ থাকে যে, ইন্টারভিউ’র সময় পরীক্ষা পাশের মূল সনদপত্র সহ অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) দেখাতে হবে ।
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস – সিদীপ
সিদীপ ভবন,
হাউজ # ১৭, রোড # ১৩, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, আদাবর, ঢাকা।
ভিজিট করুন: www.cdipbd.org
CDIP Audit Officer Circular
নিয়োগ বিস্তারিত: এখানে
Centre for Development Innovation & Practices – CDIP
Address : সিদীপ ভবন, বাড়ী-১৭, রোড-১৩, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, আদাবর, ঢাকা-১২০৭।
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এর সনদ নং ০০৩৪১-০০৭২৭-০০০৯৭।
Web : www.cdipbd.org
আস্সালামু আলাইকুম। bdjobsclub এ আপনাকে স্বাগতম। সকল জব এর খবর একসাথে পেতে আমাদের সাথেই থাকুন। bdjobsclub এ পাচ্ছেন
* সরকারি চাকরি
* বেসরকারি চাকরি
* এনজিও চাকরি
* মেডিকেল চাকরি সহ দেশের সব চাকরির খবর সবার আগে।
প্রতিদিনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে bdjobsclub এর সাথেই থাকুন।
Assalamu Alaikum. Welcome to bdjobsclub. Stay with us to get all jobs news together. Available at bdjobsclub * Government jobs
* Private jobs
* NGO Jobs
* News of all jobs in the country including medical jobs first.
Stay with bdjobsclub to get daily new job notification.
CDIP Audit Officer Circular
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/