অ্যাকাউন্টস অ্যান্ড মনিটরিং অফিসার নিচ্ছে সিএসএস এনজিও-বেতন ৩০,৮৮০

Spread the love

প্রতিষ্ঠানের নাম: Christian Service Society (CSS)

পদের নাম:অ্যাকাউন্টস অ্যান্ড মনিটরিং অফিসার- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম ( নিয়োগ বিস্তারিত ) 

পদ সংখ্যা: 01

শিক্ষাগত যোগ্যতা:হিসাব বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর

বেতন:

  • Tk. 25250 – 30880 (Monthly)
  • অস্থায়ী (২৫,২৫০ থেকে ২৮,২৯৬) এবং স্থায়ী (২৭,৯৭০ থেকে  )

কর্মস্থল:বাংলাদেশের যেকোনো স্থানে

Compensation & Other Benefits

  • বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ০৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা এবং দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল,কর্মী বীমা সুবিধা, পিএফ, গ্রাচুয়িটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, জ্বালানি বিল প্রদান। তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

Additional Requirements

  • Age at most 40 years
  • মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিএম/হিসাব রক্ষক বা সমজাতীয় পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটারে এমএস ওয়ার্ড , এমএস এক্সেল , পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যেকোনো ধরনের সফ্টওয়্যার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে।
  • প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
  • প্রার্থীর বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে ।
  • প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে ।

আবেদন করার শেষ তারিখ: 16 Mar 2022

Christian Service Society job

আবেদন করার নিয়ম

Hard Copy

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীদের পরীক্ষার দিন নগদ ৩০০/= টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) প্রদান করে নির্বাচনী (লিখিত/ মৌখিক/উভয়) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ২০,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে।
Christian Service Society job

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/ 


Spread the love

2 thoughts on “অ্যাকাউন্টস অ্যান্ড মনিটরিং অফিসার নিচ্ছে সিএসএস এনজিও-বেতন ৩০,৮৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *