10 Regional Manager Vacancy: Christian Service Society (CSS) NGO

Spread the love

সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগামের জন্য রিজিওনাল ম্যানেজার নিয়োজিত হবেন।

প্রতিষ্ঠানের নাম: Christian Service Society (CSS)

পদের নাম: Regional Manager ( নিয়োগের বিস্তারিত এখানে)

পদ সংখ্যা: ১০

কর্মস্থল:  বাংলাদেশের যেকোন স্থানে

বেতন: Tk. 28000 – 33230 (Monthly)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর

আবেদন করার শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২১ 

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম ও জীবন বৃত্তান্তে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। প্রার্থীদের পরীক্ষার দিন নগদ ৩০০/= টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) প্রদান করে নির্বাচনী নির্বাচনী (লিখিত/ মৌখিক/উভয়) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ২০,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে।

Company Information

Christian Service Society (CSS)

Address : ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড,

জলমা, বটিয়াঘাটা, খুলনা।

Web : www.cssbd.org

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/

 


Spread the love

One thought on “10 Regional Manager Vacancy: Christian Service Society (CSS) NGO

  • November 11, 2024 at 4:14 pm
    Permalink

    After I initially commented I clicked the -Notify me when new comments are added- checkbox and now every time a remark is added I get 4 emails with the identical comment. Is there any approach you possibly can remove me from that service? Thanks!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *