Job Vacancy: Gana Unnayan Kendra | নিয়োগ বিজ্ঞপ্তি: গণ উন্নয়ন কেন্দ্র

Spread the love

প্রতিষ্ঠানের নাম: গণ উন্নয়ন কেন্দ্র

পদের নাম:

১. সহকারী সমন্বয়কারী(এইচআরডিএম), পদ সংখ্যা:০১

২. প্রোগ্রাম ম্যানেজার(মাইক্রোফাইন্যাস অপারেশন), পদ সংখ্যা: ০১

৩. প্রোগ্রাম ম্যানেজার(এইচআরডিএম), পদ সংখ্যা: ০১

৪. ম্যানেজার অডিট(ক্ষুদ্র ‍ঋণ কার্যক্রম),পদ সংখ্যা: ০১

৫. এলাকা ব্যবস্থাপক, পদ সংখ্যা: ০৫

৬. শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা: ১৫

৭. অডিট অফিসার, পদ সংখ্যা: ০৪

৮. এইচআর অফিসার, পদ সংখ্যা: ০৩

৯. হিসাব সহযোগী, পদ সংখ্যা: ২০

১০. উন্নয়ন সহযোগী,পদ সংখ্যা:  ৫০

১১. উন্নয়ন সহযোগী শিক্ষানবীশ,পদ সংখ্যা: ৫০

১২. কমিউনিকেশন এসোসিয়েট, পদ সংখ্য্য: ০১

আবেদন করার শেষ তারিখ: ০৭ নভেম্বর ২০২১

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীগণকে নভেম্বর ০৭, ২০২১ খ্রিঃ বিকাল ৫টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নাগরিকত্বের সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়; নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ী নং-৯, সড়ক নং-১/বি, বনানী, ব্লক-এল, ঢাকা-১২১৩ এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ছবি নিচে দেয়া হলো-

Gana-Unnayan-Kendra-Job-Circular

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *