গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বেতন ২৫-৫০হাজার)

Spread the love

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্নি জেলায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য,দরিদ্রবান্ধব গাক চম্ষু হাসপাতাল, সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিহ্রাকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংস্থার ঝণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। এরিয়া ম্যানেজারঃ পদ সংখ্যা ১০টি। বয়স সর্বোচ্চ ৪৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান। সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম ৭-৮টি শাখায় ২৫-৩৫ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৪৬,৯৩৭/- টাকা (মোটরসাইকেলের | জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এছাড়াও মাসিক রাত্রী যাপন ভাতা ৪,৫০০/- থেকে ৫,০০০/- টাকা প্রাপ্য হবেন।

২। শাখা ব্যবস্থাপকঃ পদ সংখ্যা ৭০টি। বয়স সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান । ঋণ কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৪,৭৩৪/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।

৩। এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারঃ পদ সংখ্যা ১০০টি। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম বিকম/বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে। ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১২,০০০/ এক বছর কাজ করার টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১,৯৩৭/-টাকা (মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন | সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযোজ্য হবে না এবং যোগদানের পর হতে মাসিক বেতন সর্বসাকুল্যে ২১,৯৩৭/-টাকা প্রাপ্য হবেন

৪ । ফিল্ড অফিসারঃ পদ সংখ্যা ৭০০টি। বয়স সর্বোচ্চ ৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান । ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১২,০০০/- টাকা । | মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৩,১৩৭/-টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, | মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযোজ্য হবে না এবং যোগদানের পর হতে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,১৩৭/-টাকা প্রাপ্য হবেন।

৫। লিগ্যাল অফিসারঃ পদ সংখ্যা ৪টি। বয়স সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ এলএলবি/এলএলএম পাশ। ঋণ কর্মসূচিতে আইন সহায়তা কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও সিপিএফসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। কর্মস্থলঃ সংস্থার আঞ্চলিক অফিস সমূহে।

১, ২ ও ৪ নং পদের প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব ভাতা, গ্রাচ্যুইটি,

দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তি) নাম এবং

মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ সহকারী পরিচালক, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সকল পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

 


Spread the love

3 thoughts on “গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বেতন ২৫-৫০হাজার)

  • November 11, 2024 at 12:52 am
    Permalink

    Research shows that 97 of women are cruel to their bodies every day and girls between ages 11 17 are more afraid of becoming fat than they are of nuclear war, cancer, or losing their parents priligy equivalent

    Reply
  • November 20, 2024 at 8:07 pm
    Permalink

    The funeral will take place Sunday and the burial at the Lutheran Cemetery at Rowe burial was actually at the Sunbury Cemetery [url=https://fastpriligy.top/]priligy 30 mg[/url] In 7th Freiburg focus on biomeasurement

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *