sagarika samaj unnayan sangstha job circular

Spread the love

ম্যানেজার (মাইক্রো এন্টারপ্রাইজ) – নারী /পুরুষ

Sagarika Samaj Unnayan Sangstha

Vacancy

01

Job Context

  • এমআরএ সনদ নং-০০৫০৮-০০০৬২-০০১১৭
  • সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে উক্ত স্থায়ী পদসমূহে যোগ্য, উদ্দ্যোগী ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীদেরকে গ্রামীণ পরিবেশে দরিদ্র্র জনগোষ্ঠীর সাথে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • কর্মস্থল: সুবর্ণচর, নোয়াখালী

Employment Status

Full-time

Educational Requirements

  • অর্থনীতি, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর। INM থেকে ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্ন এবং পাবলিক বিশ^বিদ্যালয় থেকে পাশ করা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

Additional Requirements

  • পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত যে কোন এনজিও-তে ঋণ সমন্বয়কারী (মাইক্রো এন্টারপ্রাইজ) বা সমমানের পদে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রার্থীদের অভিজ্ঞতা ২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। রিপোর্টিংসহ কম্পিউটারে (MS Office, Internet & E-mail Browsing) কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
  • বয়স অনূর্ধ-৪৮

Job Location

নোয়াখালী

Salary

  • সংস্থার বেতন স্কেল অনুযায়ী পিএফ, মোবাইল বিল ও যাতায়াত ভাতাসহ সর্বমোট বেতন হবে ৬৭,০০০/-টাকা থেকে ৭২,৮০০/- টাকা। উক্ত পদে শিক্ষানবীশ কাল ৩ মাস । কাজের মূল্যায়ন সাপেক্ষ্যে ৩ মাস পর চাকুরী স্থায়ীকরণ করা হবে। এছাড়াও সংস্থার নিয়মানুযায়ী উৎসব বোনাস, বৈশাখী ভাতা, গ্রেস্যুয়েটি, গ্রুপ ইনসুরেন্স, দুপুরের খাবার এবং অবসর কালীন ছুটির বেতন পাবেন। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

Job Source

Bdjobs.com Online Job Posting.

Apply Procedure

আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মুল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপিসহ মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক দরখাস্ত আগামী ২০/০১/২০২২ তারিখের মধ্যে নিম্ম স্বাক্ষরকারীর বরাবর পৌছানোর জন্য অনুরোধ করা হলো। এছাড়াও দরখাস্ত ও CV careersagarika@gmail.com এই E-mail এ পাঠানো যাবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বিঃদ্রঃ-শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে। বিজ্ঞপ্তির নিয়মের বাহিরে কেহ দরখাস্ত না করার জন্য অনুরোধ করা হলো। Website: www.sagarika-bd.org or bdjobs.com ভিজিট করুন। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা যেকোন সময় এই বিজ্ঞপ্তি পরিবর্তন, পরিমার্জন ও বাতিল করতে পারে।
দরখাস্ত পাঠানোর ঠিকানা
বরাবর
নির্বাহী পরিচালক
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা
চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী
Application Deadline : 20 Jan 2022

Company Information

Sagarika Samaj Unnayan Sangstha Address : চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী Web : www.sagarika-bd.org

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/ 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *