মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ নিয়োগ

Spread the love

মজিদ জরিনা ফাউন্ডেশন পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে নিম্নবর্ণিত ‘‘ স্থায়ী ও অস্থায়ী ’’ শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

Mazid Jarina Foundation Job

প্রতিষ্ঠানের নাম: মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

পদের নাম: সহকারী প্রভাষক
বাংলা-০২, ইংরেজি-০২, গণিত-০২, আইসিটি-০২,
উদ্ভিদবিজ্ঞান-০১
শারীরিক শিক্ষা-০১

খন্ড: সহকারী প্রভাষক-০৫
নিন্মোক্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য
(বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অর্থনীতি, ইসলাম শিক্ষা, ফিন্যান্স ও ব্যাংকিং, সমাজবিজ্ঞান)

Mazid-Jarina-Foundation-School-&-College
আবেদন করার শেষ তারিখ: 06 জানুয়ারী 2023

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ উদীয়মান  একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।এ শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।আধুনিক সকল সুবিধা সম্পন্ন এ প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থীদের উন্নত লেখাপড়া,  ডিসিপ্লিন চর্চা,সার্বক্ষণিক মনিটরিং ব্যাবস্থাপনায় জেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে আস্থার প্রতীক হয়েছে।

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব একেএম শহীদুল হক বিপিএম পিপিএম মহোদয় তাঁর পিতা ও মাতার নামে এ প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন।  প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বডির সম্মানিত সভাপতি জনাব একেএম শহীদুল হক বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনাশ প্রতিষ্ঠানটি অধ্যক্ষ জনাব এম ফরিদ আল হোসাইন এর যুগপোযোগী পাঠ পরিকল্পনা,গতিশীল ক্লাব কার্যক্রম,সময়োপযোগী পরীক্ষা পদ্ধতি,নিবিড়  মনিটরিং সিস্টেম  প্রতিষ্ঠানটিকে অতি অল্প সময়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি এনে দিয়েছে।  সুবিশাল ক্যাম্পাস ও মনোরম পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তায় এবং বিষয় ভিত্তিক চৌকস ও মেধাবী শিক্ষকমণ্ডলীর তত্বাবধানে মজিদ জরিনা ফাউন্ডেশন  স্কুল এন্ড কলেজ আজ অভিভাবক ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

এক নজরে কলেজ পরিচিতিঃ

প্রতিষ্ঠাতা: জনাব একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম, সাবেক আইজিপি

প্রতিষ্ঠাকালঃ ২০ ডিসেম্বর , ২০১৩ খ্রীঃ
শিক্ষার্থী সংখ্যাঃ প্রায় ৩৫০০ জন
ল্যাবরেটরিজঃ ৫টি(পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও কম্পিউটার ল্যাব)
ভবন: ৩টি(স্কুলভবন, কলেজভবন এবং একাডেমিকভবন ও প্রশাসনিকভবন)
বিভাগ : বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা।
পরিবহনসুবিধাঃ ১১টি নিজস্ব বাস (ঘড়িসাড়, পন্ডিতসার, চাকধ, নড়িয়া , ভোজেশ্বর, গোলারবাজার, বিঝারী, পঞ্চপল্লী, শরীয়তপুর, মনোরা, কাজিরহাট, জাজিরা, চিকন্দি, ডোমসার রুটে চলমান . )

Mazid Jarina Foundation Job

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/ 

আবেদন করার নিয়ম


Spread the love

2 thoughts on “মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ নিয়োগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *