সিপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম – সিপ
পদের নাম: Credit Officer
পদ সংখ্যা: 100
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / ডিগ্রী পাশ অথবা ঋণ কার্যক্রমে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি/সমমান।
বেতন:১(এক) মাস প্রশিক্ষনকালে ৫০০০/- টাকা, ৬(ছয়) মাস শিক্ষানবীশকালে ১৩,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল মোতাবেক মোট ১৮,৫১৩/- টাকা।
অন্যান্য সুবিধা: চাকুরী স্থায়ীকরণের পর বেতনের অতিরিক্ত হিসেবে মাসিক ৫০০/-টাকা মোবাইল ভাতা, ৮০০/- টাকা ট্রাভেলিং ভাতা এবং ৫০/- টাকা (প্রতি কার্যদিবসে) খাদ্য ভাতা প্রাপ্য হবেন, এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি দু’দিন (শুক্র ও শনি)।
আবেদন করার শেষ তারিখ: 30 Nov 2022
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (ই-মেইল ও মোবাইল নম্বরসহ) জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সাটিফিকেটের কপি (যদি থাকে) এবং ২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আগামী ৩০ নভেম্বর, ২০২২ ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
বরাবর, পরিচালক-মানব সম্পদ বিভাগ।
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
বাসা # ৫, রোড # ৪, ব্লক # এ, সেকশন # ১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা -১২১৬।
ফোন: +৮৮ ০২ ৮০৩২২৪৩
www:seep.org.bd
Note:১০০/- টাকার ৪টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর সাপেক্ষে দুইজন জামিনদার নিযুক্ত হবেন। নির্বাচিত প্রার্থীদের ১৫,০০০/-টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকুরী শেষে লাভসহ ফেরত যোগ্য। তবে ১ বছরের মধ্যে চাকুরী হতে অব্যহতি নিলে জামানতের টাকা ফেরত যোগ্য নয়।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েব সাইট www.seep.org.bd এ পাওয়া যাবে।
Job Source:https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1101890&fcatId=12&ln=2
SEEP ngo Job Circular
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/
SEEP ngo Job Circular
I¦ve read some good stuff here. Certainly worth bookmarking for revisiting. I surprise how much attempt you place to create such a great informative web site.
I enjoy the efforts you have put in this, appreciate it for all the great content.