শাখা ব্যবস্থাপক নিয়োগ উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)
উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা যার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ নম্বর: ৮৫। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা সমূহের জন্য নিম্নবর্ণিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে।
Uttara Development Program Society
প্রতিষ্ঠানের নাম: উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)
পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: 05
Educational Requirements
- Bachelor degree in any discipline
- নূন্যতম স্নাতক/ সমমান
Experience Requirements
- At least 2 year(s)
- The applicants should have experience in the following area(s):
NGO
Additional Requirements
- Age at most 38 years
- Both males and females are allowed to apply
- পিকেএসএফ এর ঋণ সহায়তায় ক্ষুদ্রঋণ পরিচালনাকারী জাতীয় পর্যায়ে এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানা(MS Word, MS Excel) বাধ্যতামূলক।
- প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- চাকুরীতে যোগদানের সময় ০১ মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে।
Job Location: চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, রংপুর, রাজশাহী
Salary
- Negotiable
- (অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের উচ্চতর বেতন প্রদান করা হবে )
Compensation & Other Benefits
- Mobile bill, Provident fund, Gratuity
- Festival Bonus: 2
- মাসিক বেতনের সাথে ঢাকা বিভাগের জন্য ১০০০ টাকা এবং চট্টগ্রামের জন্য ২০০০ টাকা আর অতিরিক্ত নগর ভাতা হিসাবে প্রদান করা হবে । এছাড়াও মোবাইল বিল, মোটর সাইকেল বিল, প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল, গ্রাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে । চাকুরীতে যোগদানের সময় ১ মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে ।
Job Source: Bdjobs.com Online Job Posting.
আবেদন করার শেষ তারিখ: 17 Mar 2022
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীগনকে ১৭/০৩/২০২২ তারিখের মধ্যে ১ কপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সকল সার্টিফিকেটের অনুলিপি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নিম্ন ঠিকানায় ডাক/কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে। উল্লেখ্য, খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
প্রার্থীদেরকে নিচের ঠিকানা বরাবর আবেদেন করতে হবেঃ-
মানব সম্পদ বিভাগ, ইউডিপিএস প্রধান কার্যালয়।
৫/১২, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
Uttara Development Program Society
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/