50 জন ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)

Spread the love

 

উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা যার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ নম্বর: ৮৫। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে উত্তরবঙ্গের সকল জেলা ও ঢাকা-চট্টগ্রাম বিভাগের শাখা সমূহের জন্য নিম্নবর্ণিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)

পদের নাম:  ফিল্ড অফিসার ( নিয়োগের বিস্তারিত এখানে )

পদ সংখ্যা:  50 জন

শিক্ষাগত যোগ্যতা: Bachelor degree in any discipline

বেতন: Tk. 15000 (Monthly)

Compensation & Other Benefits

  • Mobile bill, Provident fund, Gratuity
  • Festival Bonus: 2
  • পরে বর্ণিত বেতনের সাথে ঢাকা বিভাগের জন্য ১,০০০ টাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য ২,০০০ টাকা আরও অতিরিক্ত নগর ভাতা হিসাবে প্রদান করা হবে। এছাড়াও মোবাইল বিল ও মোটর সাইকেল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে ২টি উৎসব বোনাস, কর্মীদের জন্য ফ্রি একক আবাসন সুবিধা এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। চাকুরীতে যোগদানের সময় ০১ মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। শিক্ষানবীসকাল হবে ন্যূনতম ৬ মাস। শিক্ষানবীসকাল শেষে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আবেদন করার শেষ তারিখ: 15 Mar 2022

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীগনকে ১৫/০৩/২০২২ তারিখের মধ্যে ১ কপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত ও কর্ম অভিজ্ঞতার সকল সার্টিফিকেটের অনুলিপি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নিন্মোক্ত ঠিকানায় ডাক/কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে। উল্লেখ্য, খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
ইউডিপিএস, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ৫/১০, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

 

Company Information

Uttara Development Program Society (UDPS)

Address : ৫/১০, হুমায়ুন রোড, ব্লক – বি, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭

Web : www.udps.org.bd

Business : Uttara Development Program Society (UDPS), a national Non Government development organization (NGO) has been working for the last 30 years for poverty reduction, disaster risk reduction, climate change adaptation, education, skills training, health and nutrition, livelihood restoration, food security, water supply and sanitation, access to markets etc. for socio-economic and humanitarian development of the community people.

 

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/ 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *