ভার্ক এনজিও প্রোগ্রাম অর্গানাইজার পদে নিয়োগ
ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) জাতীয় পর্যাযের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর-০১২৭৫-০০৫২৩-০০০১৭। এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যান মন্ত্রানালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান। যার সনদ নম্বর যথাক্রমে ১৩৩ এবং ঢ-০২২৮২। মাইক্রোক্রেডিট কর্মসূচিতে সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল জরুরী ভিত্তিতে উল্লেখিত পদের জন্য নিয়োগের লক্ষ্য বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম:ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক)
পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার
পদ সংখ্যা: নিদিষ্ট নয়
Job Responsibilities
- সদস্যদের উপস্থিতি ও প্রতিটি ক্ষুদ্র দলের মাধ্যমে টাকা আদায় নিশ্চিত করা।
- সমিতিতে আলোচনা করা (সদস্য ভর্তি, ঋণ প্রস্তাব, সঞ্চয় ফেরত, ইস্যু ভিত্তিক আলোচনা ইত্যাদি)।
- পাশ বই ও কালেকশন সীট পোষ্টিং ও রেজুলেশন খাতা লেখা।
- রেজুলেশন পাঠ করা ও খাতায় সভানেত্রীসহ সদস্যদের স্বাক্ষর নেয়া।
- প্রকল্প যাচাই করা এবং সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা ।
- কালেকশন সীট অনুসারে সমিতি থেকে আদায়কৃত টাকা টপসিট করে হিসাব রক্ষকের নিকট জমা দেওয়া ও সাবসিডিয়ারী লেজারসহ সকল লেজার নিয়মিত আপডেট রাখা।
শিক্ষাগত যোগ্যতা:
- Bachelor degree in any discipline
- যে কোন বিষয় স্নাতক/ ডিগ্রী পাশ
বেতন: মাসিক বেতন ১৮,৯৭৮/-(আঠারো হাজার নয়শত আটাত্তর) টাকা।
অন্যান্য সুবিধা:
- সংস্থার নিয়মানুযায়ী পিএফ, গ্রাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল ও সংস্থার নিয়মানুযায়ী সকল সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন করার শেষ তারিখ: 13 Nov 2022
VERC Program Organizer Job
বিস্তারিত: https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1097779&fcatId=12&ln=2
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ নভেম্বর, ২০২২ইং তারিখের মধ্যে আবেদনপত্র (Cover Letter with CV), ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কসীট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র উল্লোখত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্রে অবশ্যই মোবাইল ফোন নাম্বার ও খামের উপর পদের নাম লিখতে হবে। উল্লেখ্য যে, পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ,ডিএ দেওয়া হবে না। আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃ নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০।
VERC Program Organizer Job
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/