আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Spread the love

প্রতিষ্ঠানের নাম:আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

নিয়োগের বিস্তারিত নিচের ছবিতে-

Amena Baki School job

Amena-Baki-Residensial-Model-School-and-College-Job-Circular

বেলজিয়ামে অবস্থিত বিশ্বের ১১০ টি দেশের অর্থোপেডিক সার্জনদের নিয়ে গঠিত অলাভজনক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালোজি (SICOT) সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি ও ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক ও আর্থোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। তিনি আন্তর্জাতিক সংস্থাটির আগামী ২০২০-২০২২ সালের নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থা (SICOT) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন নির্বাচিত হওয়ায় ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দিনাজপুর তথা চিরিরবন্দরের এই কৃতিসন্তান একজন সমাজ সেবক, সংগঠক ও সফল শিক্ষানুরাগী। চিরিরবন্দর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তিনি স্ব-প্রতিষ্ঠিত এবি ফাউন্ডেশনের আওতায় গড়ে তুলেছেন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ”। অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন শিক্ষা বিপ্লবের পাশাপাশি সমাজ সংস্কার ও চিকিৎসা ক্ষেত্রে যেন সার্বক্ষণিক বৈপ্লবিক ভূমিকা রাখতে পারেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও গৌরব অর্জন করতে পারেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

আমার সামান্য সঙ্গতি ও প্রবল কামনা নিয়ে আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে এলাকার শিশু কিশোরদের মাঝে  শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল স্থাপন করেছি। এটি হবে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান । এখানে বাংলা ও ইংরেজি দুটি ভাষার মাধ্যমকে সমান গুরুত্ত্বদিয়ে শিক্ষার্থী প্রস্তুত করতে চাই। এজন্য দক্ষ উপযুক্ত শিক্ষক -শিক্ষিকা নিয়োগ করা হয়েছে প্রয়োজনে আরো যুগোপযোগী শিক্ষক নিয়োগ করা হবে। এখানকার সকল শিক্ষার্থী স্বচ্ছ চিন্তার অধিকারী হবে। এবং নতুন শতাব্দীর একটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে।
আমি দ্যারথহীন ভাবে প্রতিশ্রুতি দিতে চাই আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এমনভাবে শিক্ষার্থী তৈরি করবে যারা শুধু জাতীয় পর্যায়ে  আন্তর্জাতিক ক্ষেত্রে ও সাফল্য বয়ে আনবে, যাদের নিয়ে গর্বে ভরে উঠবে আমাদের প্রাণ ।
সকলের আশীর্বাদ ,শুভাশিস ও সহযোগিতা নিয়ে ১৬তম বর্ষে পদার্পণ করছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ।বিগত প্রাইমারী ও জুনিয়র বৃত্তি পরিক্ষাগুলিতে আশাতীত ফলাফল করেছে। থিক একই ভাবে ২০০৭.২০০৮,২০০৯,২০১০,২০১১,২০১২,২০১৩,২০১৪,২০১৫ সালে অনুষ্ঠিত এস এস সি পরিক্ষাতে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রিরা শতভাগ উত্তীর্ণ হয়ে জেলায় ১ম স্থান অধিকার করে অন্যতম সেরা স্কুল হিসাবে পরিচিতি লাভ করছে । ২০১৩ সালে এস, এস, সি পরীক্ষায় অত্র স্কুলের শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ম স্থান অধিকার করে । ২০১৪ সালে বোর্ডে ৪র্থ ও জেলায় ১ম , ২০১৫ সালে শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ স্থান অধিকার করে জেলায় প্রথম । প্রতিষ্ঠানের আরো উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আপনাদের সহযোগিতা , পৃষ্ঠপোষকতা এবং পরামর্শ একান্ত কাম্য।

Amena Baki School job

রো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *