NGO Job

গ্রামীন মানবিক উন্নয়ন সংস্থা শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠানের নাম: গ্রামীন মানবিক উন্নয়ন সংস্থা 

Grameen Manobic Unnayan Sangstha

পদের নাম:  শাখা ব্যবস্থাপক  ( নিয়োগের বিস্তারিত এখানে )

পদ সংখ্যা: ০৫

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

শিক্ষগত যোগ্যতা:  এম.এ/ সমমান

বেতন:

  • প্রশিক্ষণ কালীন ০৬ (ছয়) মাস, মাসিক বেতন ২০,০০০/- টাকা। প্রশিক্ষণ কালীন কোন উৎসব ভাতা প্রদান করা হবে না। নিয়মিত হওয়ার পর সংস্থার নির্ধারিত বেতন স্কেলে (মূলবেতন + বাড়ীভাড়া + চিকিৎসা ভাতা + চঋ + গ্র্যাচুয়েটি + ষ্টাফ নিরাপত্তা তহবিল) (১৪,৫০০+ ৭,২৫০+৩,৬২৫+৭২৫+১,৩০৫+১০০) = ২৭,৫০৫/- টাকা এবং মূল বেতনের সমমান ২টি উৎসব ভাতা ও চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।

আবেদন করার শেষ তারিখ: 24 Feb 2022

Grameen Manobic Unnayan Sangstha

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪/০২/২০২২ইং তারিখ রোজ বৃহঃবার বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিন্ম স্বাক্ষরকারী বরাবরে নিজ হস্তে লিখিত (আবেদন কম্পিউটার কম্পোজকৃত হলে চলবে না) আবেদন পত্রসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি ও চেয়ারম্যান/মেয়র কর্তৃক চারিত্রিক সনদপত্র সংযোজন করে সংস্থার প্রধান কার্যালয়, কানিজ মহল, ১০২ ডি.বি রোড, সেহড়া, মুন্সিবাড়ি, ময়মনসিংহে জমা দিতে হবে

আবেদনকারী প্রার্থীদেরকে আগামী ২৫/০২/২০২২ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় মূল সনদপত্র সহ নির্বাচনী পরীক্ষা (লিখিত ও মৌখিক) অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে সংস্থার “প্রধান কার্যালয়, কানিজ মহল, ১০২ ডি.বি রোড, সেহড়া, মুন্সিবাড়ি, ময়মনসিংহে” আসতে হবে। নির্বাচিত প্রার্থীগণ কমপক্ষে ০৩ (তিন) বছর সংস্থায় চাকুরী করবেন এই মর্মে নিশ্চয়তা দিতে হবে। এখানে উল্লেখ্য সরকারী চাকুরী হলে যে কোন সময় চাকুরী হতে অব্যহতি নিতে পারবেন।

 

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/