40000 টাকা বেতনে এরিয়া ম্যানেজার নিচ্ছে ওয়েব ফাউন্ডেশন
বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন (এম আর এ সনদ নং.: ০৪৯০৮-০০৬০৭-০০০২৩) জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ণুতা ডোমেইন -এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাহদহ ও মাগুরা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, গলাচিপা জেলাসমূহে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের সংশ্লিষ্ট জেলা সমুহে স্থায়ীভাবে বসবাসকারী আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে এরিয়া ম্যানেজা পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:
প্রতিষ্ঠানের নাম: WAVE Foundation
WAVE Foundation area manager
পদের নাম: এরিয়া ম্যানেজার ( নিয়োগের বিস্তারিত এখানে)
পদ সংখ্যা: 10 জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। (তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়)
বেতন: Tk. 35000 – 40000 (Monthly)
Compensation & Other Benefits
- Mobile bill, Provident fund, Gratuity
- Lunch Facilities: Partially Subsidize
- Festival Bonus: 3
আবেদন করার শেষ তারিখ: 17 Mar 2022
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষার সনদ, জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এক কপি ছবি এবং ওয়েভ ফাউন্ডেশন শিরোনামে ২০০/- টাকার ডিডি/পে-অর্ডারসহ আগামী ১৭ মার্চ ২০২২ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।
WAVE Foundation area manager
Company Information
WAVE Foundation
Address : ২২/১৩ বি, ব্লক-বি, খিলজি রোড,
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭, বাংলাদেশ
Web : www.wavefoundationbd.org
WAVE Foundation emerged as a Civil Society Organization in 1990. Since its establishment, the organization has been implementing multifaceted activities for the socio-economic development of the poor and marginalized as well as the establishment of universal human rights and good governance. Besides, the organization is conducting issue-based policy advocacy and campaigns. WAVE follows an integrated approach where combination of service delivery, rights based and creative transformation address the urgent and immediate concern of the poor and structural dimension of poverty and inequality. WAVE is driven by its motto “Together for Better Life” towards the vision of establishing “A just and Prosperous society”. WAVE has organized its programs into 3 major domains – 1) Sustainable Livelihood 2) Governance & Rights and 3) Social Development & Climate Resilience. It is now working directly with more than 17 million people all over the country and making significant contributions to the realization of the country’s development plan and the achievement of the sustainable development goals. The global coronavirus pandemic (COVID-19) forces many sectors of activity to slow down and adapt their functioning. Unlike the past, WAVE is responding through its actions and programs throughout Bangladesh to combat the coronavirus and its resulting crisis.
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/