৫০ জন এসএমই অফিসার নিচ্ছে ইএসডিও এনজিও

Spread the love

প্রতিষ্ঠানের নাম: Eco-Social Development Organization (ESDO)

পদের নাম: এসএমই অফিসার (মাইক্রোফিন্যান্স)

পদ সংখ্যা:  50 জন

esdo sme officer job

Job Context: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র সনদপ্রাপ্ত বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইএসডিও এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক বিভিন্ন কার্যক্রম/ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমানে দেশের ৪৯টি জেলার ২৮৩ উপজেলায় ১০ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় ইএসডিও পরিচালিত মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের জন্য এসএমই অফিসার (মাইক্রোফিন্যান্স) পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে। চাকুরীতে যোগদানের তারিখ হতে ০১ বছর শিক্ষানবিশকাল হবে। শিক্ষানবিশ কাল শেষ হওয়ার পর মুল্যায়নের ভিত্তিতে চাকুরীতে স্থায়ীকরন করা হবে।

Job Responsibilities

  • সরাসরি এমএমই ঋণ বিতরণ ও আদায় কাজে জড়িত থাকা
  • মাসিক, ষান্মাসিক ও বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিয়মিত কাজ করা
  • শতভাগ ঋণ আদায়ের জন্য পরিকল্পনা করে তা অর্জন করা
  • নতুন উদ্যোক্তাগণের সাথে যোগাযোগ করে তাদের এসএমই প্রোগ্রামের আওতায় নিয়ে আসা
  • নতুন ও সম্ভাবনাময় খাতে উদ্যোক্তাদের সম্পৃক্ত করা
  • ঋণের প্রস্তাবনা তৈরি, প্রকল্প সরেজমিনে যাচাই করে ঋণ বিতরণ করা
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রেডিট-যোগ্যতা বিশ্লেষণ করে ঋণ বিতরণ করা
  • ক্ষুদ্র উদ্যোক্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক স্থাপন করা
  • উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে সহায়তা করা
  • নতুন নতুন টেকনোলজির ব্যবহারে উদ্যোক্তাগণকে উৎসাহিত এবং সহায়তা করা
  • উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা• এমএমই প্রোগ্রামের মানদন্ড সমূহের Standard মান বজায় রাখা
  • সফট্ওয়্যারে ব্যবহার করে মোবাইল বা ট্যাব এর মাধ্যমে এসএমই কার্যক্রম পরিচালনা করা
  • মাসিক প্রতিবেদন প্রস্তুত করা
  • সংস্থার অন্য প্রকল্পের সাথে সমন্বয় করে উদ্যোক্তাদের বিভিন্ন সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করানো।

Workplace: Work at office

Educational Requirements

  • অনার্স সহ মাষ্টার্স পাশ হতে হবে এবং হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ ও সমাজকর্ম বিষয়ে অগ্রাধীকার দেওয়া হবে।

Additional Requirements

  • Age at most 32 years
  • Both males and females are allowed to apply

Job Location: বাংলাদেশের যেকোনো স্থানে

Salary: Tk. 20000 (Monthly)

Compensation & Other Benefits

  • • এছাড়াও সংস্থার প্রচলিত সুবিধাদী (বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা , মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফোরমেন্স বোনাস) প্রাপ্য হবেন।

Job Source: Bdjobs.com Online Job Posting.

আবেদন করার শেষ তারিখ: 25 Mar 2022

আবেদন করার নিয়ম

আবেদনকারীগনকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র সহ সাম্প্রতিক জীবনবৃত্তান্ত,“তিন”কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, ড্রাইভিং লাইসেন্সের কপি (যদি থাকে), জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং নাগরিকত্ব সনদের কপিসহ “এপিসি (এইচআর), মানব সম্পদ বিভাগ, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)” বরাবরে লিখিত আবেদনপত্র আগামী ২৫/০৩/২০২২ ইং তরিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে। দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যোগাযোগের সুবিধার্থে আবেদনপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ই-মেইল এর মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবেনা।

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস’র মাধ্যমে যথাসময়ে জানানো হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।

(যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)
আবেদনপত্র প্রেরণের ঠিকানা:
এপিসি (এইচআরডি)
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিস
গোবিন্দনগর (কলেজপাড়া), ঠাকুরগাঁও-৫১০০, বাংলাদেশ।

esdo sme officer job

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *