৩৮,৯৭০ টাকা বেতনে সিনিয়র শাখা ব্যবস্থাপক নিয়োগ পপি এনজিও
People’s Oriented Program Implementation (POPI) is a national Non-Governmental Development Organization with a vision to build a prudent nation free from hunger and poverty where every citizen leads a life with dignity and equity. Presently it has development partnership arrangements with government entities and more than 40 diversified development partners, Bank and other financial institutions operating at international, national and regional level. Currently, it has been implementing multi-sectoral socio economic development projects and programs across Bangladesh.
পপি এনজিও নিয়োগ ২০২৩
প্রতিষ্ঠানের নাম: People’s Oriented Program Implementation (POPI)
পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান।
Job Responsibilities
- শাখার প্রধান ব্যক্তি হিসাবে শাখার সকল দায়িত্ব পরিচালনা করা এবং সংস্থার বিধিমালা অনুযায়ী শাখার সকল সম্পদের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে অফিস ব্যবস্থাপণা নিশ্চিত করা।
- শাখার প্রতিদিনের এবিএম কর্তৃক সফ্টওয়ার পোষ্টিং ডিসিআরসহ শাখার সকল হিসাব পরীক্ষা করে অনুমোদন করা।
- দৈনিক আদায়যোগ্য হিসাব পরীক্ষা করা এবং সে অনুযায়ী প্রতিদিনের ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা। কোনো বকেয়া পড়লে তা সাথে সাথে আদায়ের ব্যবস্থা করা।
- মাঠ পর্যায়ে পুরাতন বকেয়া থাকলে তা আদায়ের জন্য পরিকল্পনা প্রস্তুত করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া। প্রতি সপ্তাহে/মাসে অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করা।
- পরিদর্শনের পরিকল্পনা প্রস্তুত করে প্রতিদিন কমপক্ষে ২টি সমিতি পরিদর্শন করা। সমিতি পরিদর্শন শেষে চেকলিষ্ট তৈরী করা ও শাখায় সংরক্ষণ করা। শাখায় সংরক্ষিত সমিতি পরিদর্শন রেজিষ্টারে স্বাক্ষর করা। অবশ্যই তিন মাসের মধ্যে শাখার সকল সমিতি ন্যূনতম একবার পরিদর্শন করা।
- শাখার বাৎসরিক বাজেট ও পরিকল্পনা প্রস্তুত করে কর্তৃপক্ষের নিকট জমা দেয়া।
- বাৎসরিক বাজেট এর আলোকে সাপ্তাহিক/মাসিক বিতরণ পরিকল্পনা প্রস্তুত করা। মাঠ পর্যায়ে ঋণী/ঋণ চাহিদা যাচাই বাছাই করা এবং নিজে ঋণ বিতরণ করা।
- প্রতিদিনের ঋণ ও সঞ্চয় আদায়সহ সকল আদায়ের অর্থ প্রতিদিন ব্যাংকে জমা প্রদান নিশ্চিত করা।
- সহকারী শাখা ব্যবস্থাপক না থাকলে বা ছুটিতে থাকলে বা অনুপস্থিত থাকলে নিজে সফ্টওয়ারসহ শাখার সকল হিসাব হালনাগাদ রাখা।
- শাখার বাজেট অনুযায়ী খরচ নিয়ন্ত্রণ করা, তহবিল ব্যবস্থাপনা এবং বাজেট ভেরিয়েন্স প্রস্তুত ও বিশ্লেষণ করে কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করা।
- শাখার এমআইএস প্রস্তুত করা, এআইএস যাচাই সাপেক্ষে মাসিক প্রতিবেদন প্রদান করা।
- প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত সকল আদেশ/নির্দেশ বাস্তাবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
- শাখা পর্যায়ের সাথে সম্পৃক্ত স্থানীয় প্রশাসন, স্থানীয় সংস্থা, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ রক্ষা এবং এ সংক্রান্ত মিটিং এ সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা।
- শাখায় নিয়মিত মিটিংসমূহ পরিচালনা করা এবং অগ্রগতির ফলোআপ লিপিবদ্ধ করা।
- মাঠ ও অফিস পর্যায়ের ঋণস্থিতি, সঞ্চয়স্থিতি মিলকরণ নিশ্চিত করা। এছাড়াও কর্মীদের মাধ্যমে সমিতি মিটিং এ সদস্যদের উপস্থিতি ১০০% নিশ্চিত করা।
- সমিতির সদস্যদের বসার স্থান, নিয়মিত সভা, সচেতনতামূলক আলোচনা, ঋণের টাকা প্রকল্পে ব্যবহার, যাবতীয় রেকর্ডপত্র ইত্যাদি কর্মীদের মাধ্যমে হালনাগাদ রাখা।
- অডিট, মনিটরিং, দাতাসংস্থা ও উর্ধ্বতন কর্তৃপক্ষ শাখা পরিদর্শনের সময় সহায়তা প্রদান করা।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে =৩৩,৭১৬/- এবং স্থায়ীকরণের পর-=৩৮,৯৭০/-(ক্রেডিট ভাতা, মোবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।
আবেদন করার শেষ তারিখ: 31 Jan 2023
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ৩১/১/২০২৩ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে অথবা ইমেইল [email protected] তে প্রেরণ করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। পপি কর্তৃপক্ষ কোন কারণ ছাড়াই যে কোনো বা সমস্ত আবেদনপত্র গ্রহণ বা প্রত্যাখান করার অধিকার রাখে।
বি.দ্রঃ- উল্লেখ্য যে, উল্লিখিত ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
“নারী-শিশু নির্যাতন ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম দন্ডনীয় অপরাধ”
web: www.popibd.org
অন্যান্য শর্তাবলী:
উল্লেখিত পদের শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকালে স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা, স্বল্পসুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানী, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে।
নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপি’র কর্মএলাকায় নিয়োগ দেয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।
নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ ১৫,০০০/- টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য।
প্রার্থীদেরকে “পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” একাউন্ট নম্বর-৪৪১৬৪৩৬০০০৯৪৬ (সোনালী ব্যাংক লিঃ, লালমাটিয়া শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/- টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অথবা ইমেইলে স্ক্যান করে পাঠাতে হবে। খামের উপরে এবং ইমেইলে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
পপি এনজিও নিয়োগ ২০২৩
নিয়োগ বিস্তারিত: এখানে
আমাদের bdjobsclub.com ওয়েবসািইটে চোখ রাখুন ।
সোসাল মিডিয়াতে আমাদের চাকরি বিজ্ঞপ্তি পেতে বাংলাদেশ চাকুরির আসর পেজ টি ফলো করুন ।
bdjobsclub.com এ আরো পাচ্ছেন –
* সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি
* মেডিকেল চাকরি বিজ্ঞপ্তি
* ডিফেন্স ( সেনাািহিনি, বিমান বাহিনি , নৌবাহিনি, পুলিশ , বিজিবি ) চাকরি বিজ্ঞপ্তি
* এনজিও , নারসিং চাকরি বিজ্ঞপ্তি
Assalamu Alaikum, welcome to bdjobsclub.com website. Keep an eye on our website bdjobsclub.com for regular job notifications.
Follow our বাংলাদেশ চাকুরির আসর on social media to get our job notifications.
Get more at Find Jobs –
* Government Private Job Notification
* Medical Job Notification
* Defense (Army, Air Force, Navy, Police, BGB) Job Circular
* NGO, Nursing Job Notification
bdjobsclub,bdjobs,
ngo job, ngo job circular, ngo job circular 2023,
nursing job, nursing job circular, nursing job circular 2023,
bank job, bank job circular, bank job circular 2023,
govt job, govt job circular, govt job circular 2023,
teaching job, teaching job circular, teaching job circular 2023,
medical job, medical job circular,medical job circular 2023,
engineering job, engineering job circular,engineering job circular 2023,
company job, company job circular,company job circular 2023,
পপি এনজিও নিয়োগ ২০২৩
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/
Thanks for the sensible critique. Me and my neighbor were just preparing to do some research about this. We got a grab a book from our area library but I think I learned more from this post. I’m very glad to see such fantastic info being shared freely out there.
UID_74743238###
Ini dia! 🎉🎉 ASN BKN Ubah Pola Kerja yang baru dan efisien! 🎉🎉.
UID_83344528###
Inilah 🎉🎉 Pupuk Inovatif Kebun Riset Kujang yang bikin Wamen BUMN bangga! 💪🏻🇮🇩
UID_21891068###
Takjub 😮 dengan fenomena serbu gas? Yuk, baca Warung Tatang Diserbu Warga dan temukan faktanya! 🕵️♀️👀
UID_25978847###
situs terbaik hanya di slot gacor agentotoplay
UID_95859078###
Baru-baru ini, para pemain Mahjong Wins 3 dikejutkan dengan bocoran RTP yang diklaim bisa meningkatkan peluang kemenangan secara signifikan. Banyak yang percaya bahwa informasi ini membantu mereka mendapatkan hasil yang lebih konsisten dalam permainan. Jika Anda ingin tahu lebih lanjut, cek bocoran RTP Mahjong Wins 3 hari ini dan lihat apakah strategi ini benar-benar efektif.
UID_57331425###
Skandal terbaru mengguncang komunitas pecinta game slot setelah seorang admin terkenal, Rachel, dikabarkan tertangkap membocorkan pola kemenangan Gate of Olympus. Banyak yang bertanya-tanya apakah informasi ini benar-benar akurat atau hanya sekadar rumor yang beredar di kalangan pemain. Simak lebih lanjut detailnya dalam artikel admin Rachel tertangkap bocorkan pola Gate of Olympus.
UID_17136916###
Kisah inspiratif datang dari seorang tukang ojek online asal Tangerang yang berhasil membawa pulang hadiah fantastis setelah bermain Mahjong Ways 2. Dengan modal kecil, ia sukses mengubah nasibnya dan meraih kemenangan besar senilai 200 juta rupiah. Penasaran bagaimana caranya? Simak kisah lengkapnya di artikel tukang ojek online menang 200 juta dari Mahjong Ways 2.
UID_87427935###
Cek yuk! 🚍👮♂️Operasi Keselamatan 2025 Polres Ciamis Siapa tahu bus favoritmu jadi sasaran! 😱👍
UID_18563832###
Ini yang di ganti >>> Yuk, ketahui lebih lanjut tentang Syarat Gabung OECD dan Pentingnya Ratifikasi Konvensi Antisuap di sini! 🕵️♀️🔎📚.
UID_83003169###
Kenalan yuk! 🤝 Dengan guru inspiratif ini, Guru Dede Sulaeman yang mengajarkan cara merapikan pakaian di kelasnya. 👕👚🎓
UID_97211224###
Yuk, sehat bersama! 👨⚕️👩⚕️ Cek kondisi tubuh kamu di Program Cek Kesehatan Gratis sekarang juga! 💉🌡️ Selalu jaga kesehatan, ya! 🏥💖