উপ-পরিচালক পদে জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি
উপ-পরিচালক (সার্ভিস গ্রেড- 3), মাইক্রোফাইন্যান্স
Jagorani Chakra Foundation
Vacancy
2
Job Context
- জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, পিকেএসএফ এর সহায়তায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার এমআরএ (মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি) রেজিস্ট্রেশন সনদ নং- ০০৩২২-০১৭১৪-০০০০৮। উক্ত কর্মসূচির আওতায় নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Job Responsibilities
- ঋণ কর্মসূচি পরিচালনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা প্রদানসহ সময়মতো প্রতিবেদন তৈরী করা;
- ঋণ কর্মসূচির মাঠ পর্যায়ের অফিস/কর্মী ব্যবস্থাপনাসহ কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণসহ সমাধান খুঁজে বের করা;
- ঋণ কর্মসূচি বাস্তবায়নে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা;
- ঋণ কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করা, সংগঠিত করা ও নেতৃত্ব প্রদান করা;
- ঋণ কর্মসূচি বাস্তবায়নে বাজেট নিয়ন্ত্রণ করা, গবেষণা ও বিশ্লেষন করা, কর্মসূচির চাহিদা অনুযায়ী উপকারভোগীদের জন্য প্রশিক্ষণ ও ওরিয়েন্টশন আয়োজনসহ পরিচালনা এবং পরিবীক্ষণ ও তত্ত্বাবধানের কাজ করা;
- পিকেএসএফ-এর বিভিন্ন নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারনা নেয়া ও কর্মীদের কাজে উৎসাহিত করা।
- কর্মসূচি বাস্তবায়নে তত্ত্বাবধান নিশ্চিতকরণসহ দাতাসংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা;
- দাতাসংস্থার বিভিন্ন নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারণা নেয়া;
- কর্মীদের অনুপ্রেরণা নিশ্চিত করা;
- কর্মসূচির শাখা অফিস, এরিয়া অফিস এবং জোন অফিসসমূহের অডিট ও মনিটরিং সংক্রান্ত কাজে সহায়তা করা;
- এমআরএ/পিকেএসএফ এর বিভিন্ন আলোচনা সভায় অংশ গ্রহণ করা;
- দাতাসংস্থার চাহিদা অনুযায়ী বিভিন্ন রিপোর্ট প্রস্তুত করা;
Employment Status
Full-time
Workplace
- Work at office
Educational Requirements
- স্নাতকোত্তর।
- সকল পরীক্ষায় কমপক্ষে 2য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: 4.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.00 এবং 5.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে।
Experience Requirements
- At least 15 year(s)
Additional Requirements
- Age at most 50 years
- পিকেএসএফ এর কোন সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে কমপক্ষে 8 বছর জোনাল ম্যানেজার/সমমান পদে দায়িত্বপালনসহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশী ও বিদেশী প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধিনস্ত কর্মকর্তা/কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে।
Job Location
যশোর
Salary
- মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। শিক্ষানবীশকাল 6 মাস। সন্তোষজনক শিক্ষানবীশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। সুযোগ সুবিধাসমূহ: বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, অঞ্চলভেদে সিটি/হার্ডশীপ এ্যালাউন্স. লাঞ্চ ভাতা, ক্রেডিট এ্যালাউন্স, শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
Job Source
Bdjobs.com Online Job Posting.
Read Before Apply
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
ইতোপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষন এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।
*Photograph must be enclosed with the resume.
Apply Proceduresর্
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/
priligy dapoxetine 60mg Minor 2 ritonavir will increase the level or effect of armodafinil by affecting hepatic intestinal enzyme CYP3A4 metabolism